ভারত-পাকিস্তান সংঘাত, কার্যক্রম গুটিয়ে নিচ্ছেন ভারতীয় তারকারা

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে উত্তপ্ত গোটা এশিয়া মহাদেশ। দুই দেশের যুদ্ধাবস্থা উত্তাপ ছড়িয়েছে সবখানে। যে উত্তাপ দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনেও। ভারত-পাকিস্তান দুই দেশের তারকারাও নিজ নিজ দেশের হয়ে কথা বলেছেন।
পাকিস্তানে হামলা করা ভারতের অপারেশন সিঁদুরকে সমর্থন ও প্রশংসা জানিয়ে নানা মন্তব্যও করছেন ভারতের তারকারা। এমন আবহে নিজেদের আসন্ন কাজ, প্রচারণা এমনকী সিনেমা মুক্তি থেকেও পিছিয়ে যাচ্ছেন ভারতীয় তারকারা।

ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুসারে, উত্তপ্ত পরিস্থিতিতে কেউ কনসার্ট বাতিল করে দিচ্ছেন, কেউ আবার সিনেমার প্রচার অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন। কোনও কোনও সিনেমার মুক্তি পর্যন্ত হচ্ছে না।

ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুসারে, গত শুক্রবার আবু ধাবির কনসার্ট বাতিল করেছেন গায়ক অরিজিৎ সিং। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ১০ মে মুম্বইয়ের কনসার্ট বাতিল করেছেন গায়িকা উষা উত্থুপ। জনপ্রিয় সেতার বাদক ঋষভ রিখিরাম শর্মা বাতিল করেছেন ইন্দোরের শো।

বলিউডের ভাইজার সালমান খান বাতিল করেছেন বিদেশ সফর।

ওইদিকে, দক্ষিণের সুপারস্টার কমল হাসান তার আসন্ন সিনেমার মিউজিক উন্মোচন পিছিয়ে দিয়েছেন। ‘ঠাগ লাইফ’ সিনেমার মিউজিক লঞ্চ পিছিয়ে দিয়ে অভিনেতা সোশ্যাল মিডিয়া লিখেছেন, ‘সবার আগে মাতৃভূমি, শিল্প অপেক্ষা করবে। আমাদের সেনারা মাতৃভূমির প্রতিরক্ষায় যেখানে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন, সেখানে এই উদযাপন কিছুটা স্থগিত করে দেওয়া যায়।’

ভারত পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে শাহরুখ-কাজলের ব্রিটেনের মাটিতে মূর্তি উন্মোচন। অন্যদিকে ‘তারক মেহেতা কা উল্টা চশমা’- এর পক্ষ থেকে মাদার্স ডে উপলক্ষে একটি স্পেশাল অনুষ্ঠান করার কথা ছিল সেটাও বাতিল করে দেওয়া হয়েছে।

শুধু অনুষ্ঠান বাতিল নয়, বেশকিছু ওয়েব সিরিজ এবং সিনেমাও মুক্তি পিছিয়ে গিয়েছে। টিভিএফ সিরিজ ‘ভেরি পারিবারিক ২’ মুক্তি পাবে না এই মুহূর্তে। বড় পর্দায় মুক্তি পাবে না রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি অভিনীত ‘ভুল চুক মাফ’। ৯ মে বড় পর্দার পরিবর্তে আগামী ১৬ মে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি।

সব মিলিয়ে দুই প্রতিবেশী দেশের যুদ্ধাবস্থার প্রভাব বেশ দৃশ্যমান শোবিজ অঙ্গনে। শুধু শোবিজই নয়, খেলার মাঠেও জোরেশোরে প্রভাব দেখা গেছে যুদ্ধের। ইতোমধ্যে ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএল স্থগিত ঘোষণা করেছে ভারত।

এসএন 

Share this news on:

সর্বশেষ

ঝুঁকি নিয়ে পাকিস্তান পাঠানো ঠিক হবে না: ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ May 10, 2025
সাকিব ভাইয়ের ক্যাপ্টেন্সি আমার ভালো লাগতো: নাজমুল হোসেন শান্ত May 10, 2025
'অপারেশন সিঁদুর'-এর জবাবে পাকিস্তানের 'বুনিয়ান-উন-মারসুস' May 10, 2025
img
সংবিধান লঙ্ঘনকারীদের পুনর্বাসন চায় না জনগণ : তারেক রহমান May 10, 2025
img
ভারতে বাংলাদেশি মিডিয়া বন্ধ ইস্যুতে যা বললেন প্রেস সচিব May 10, 2025
সিলেট সীমান্তে কারফিউ জারি, রাতের চলাচল নিষিদ্ধ May 10, 2025
img
লঞ্চে প্রকাশ্যে নারীদের মারধর, যা বললেন চমক May 10, 2025
img
ইউক্রেন সংকট সমাধানে কিয়েভে ইউরোপীয় নেতারা May 10, 2025
ক্ষমা পাওয়ার অধিকার আছে, গুম প্রতিরোধ নিয়ে ফরহাদ মজহার May 10, 2025
img
‘করিডোরের সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ ও অপরিপক্ব’ May 10, 2025