ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ রোকেয়াকে দেখা যাবে?

ফের পাশা, কাবিলা, হাবু ভাইদের নিয়ে পর্দায় ফিরছেন পরিচালক কাজল আরিফিন অমি। আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। আর এ খবর প্রকাশ হতেই সিজনটির মুক্তির প্রহর গুণছেন দর্শকেরা। ইতোমধ্যে শুরু হয়েছে 

সবশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’। শুরু থেকে প্রতিটি সিজনই ব্যাপক সাড়া ফেলে দর্শকের মাঝে। আর সিজন ৪ শেষ হতেই শুরু হয় দর্শকের সিজন ৫ এর জন্য অপেক্ষা।

অবশেষে দীর্ঘ আড়াই বছর পর সে অপেক্ষার অবসান ঘটছে, সঙ্গে পাশা, কাবিলা, হাবু ভাইদের দেখা যাবে নতুন গল্পে। তবে প্রশ্ন রয়েছে, চরিত্রগুলো কি আগের রূপেই থাকবে?

সম্প্রতি ধারাবাহিকটির এ সকল চরিত্র নিয়ে নিয়ে পরিচালক কাজল আরেফিন অমি গণমাধ্যমে বলেন, ‘সবাই কিছুটা ম্যাচিউর হয়েছে। কিন্তু মানুষ তার চরিত্রের বৈশিষ্ঠ্য সত্যিটা মুছে ফেলতে পারে না। হয়তো বা পারিপার্শ্বিক অনেক কিছু চেইঞ্জ হয় কিন্তু মানুষের ভিতরের একান্ত অনুভূতি বা ব্যক্তিসত্ত্বা থেকেই যায়।’

অন্যান্য চরিত্রের মতো ‘ব্যাচেলর পয়েন্ট’র তুমুল চরিত্র হচ্ছে রোকেয়া, যিনি কাবিলার গার্লফ্রেন্ড। রোকেয়া চরিত্রের বিশেষত্ব হচ্ছে, তাকে কখনও প্রকাশ্যে দেখা যায়নি। তবে নতুন সিজনে দেখা যাবে কি না, সে প্রসঙ্গে মুখ খোলেন অমি।

পরিচালকের কথায়, ‘রোকেয়াকে দেখা যাবে কিনা সেটা সিজন ৫ দেখলে বোঝা যাবে। আসলে রোকেয়াকে আমি নিজেও এখনও দেখিনি। আগে দেখি, তারপর না হয় দর্শক দেখবে। মানে রোকেয়া হিসেবে কাকে নেওয়া যায় আরকি।

কাজল আরেফিন অমি আরও বলেন, ‘এখনও জানি না রোকেয়াকে সামনে কীভাবে দেখাবো। তবে অবশ্যই আমি দর্শকদের সামনে রোকেয়াকে আনব।’

জানা গেছে, জনপ্রিয় এই সিরিয়ালটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর পর্দায় দেখা যাবে। এ উপলক্ষ্যে সম্প্রতি চ্যানেল আইয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন পরিচালক কাজল আরেফিন অমি।

এসএন 

Share this news on: