দল হিসেবে গণসংহতি আন্দোলন আ.লীগের বিচার চায়

নির্বিচারে হত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

শনিবার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের বিচারের দাবি জানান তারা।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশে গত ১৫ বছর ধরে গুম, খুন, হত্যা, জনগণের কণ্ঠরোধ, ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার এবং সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল।

দলটির শীর্ষ এ দুই নেতা বলেন, এরই ধারাবাহিকতায় গত জুলাই-আগস্টে আন্দোলনরত ছাত্র-শ্রমিক-জনতার ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে দেড় হাজারের বেশি মানুষকে হত্যাসহ হাজার হাজার মানুষ আহত করেছে আওয়ামী লীগ। এখনও বহু মানুষ চিরস্থায়ী পঙ্গু হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন। এরকম অপরাধের সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগ যুক্ত ছিল, আমরা দেখেছি এবং জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে।

তারা আরও বলেন, এ ধরণের কর্মকাণ্ডে যুক্ত সব রাজনৈতিক ব্যক্তি ও রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে যারা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে এসব কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা করেছে এবং এসব প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানাই। আমরা অবিলম্বে এ সব ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগকেও বিচারের আওতায় আনার জোর দাবি জানাই। আমরা মনে করি এ বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক হবে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
যেই শাহবাগে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল, সেখানেই পতন হয়েছে : ড. শফিকুল ইসলাম মাসুদ May 11, 2025
img
আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করার বিষয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ May 11, 2025
img
যুদ্ধবিরতির পরও পাক হামলা, কড়া বার্তা দিল ভারত May 11, 2025
img
চট্টগ্রামে সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী গ্রেফতার May 11, 2025
img
পলাশবাড়ীতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ May 11, 2025
img
সকল বিপ্লবী বীরকে অভিনন্দন : জামায়াত আমির May 11, 2025
img
আপনারা কেউ রাজপথ ছাড়বেন না: হাসনাত আবদুল্লাহ May 11, 2025
img
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস May 11, 2025
img
ভারতকে শান্তি বজায় রাখার বার্তা চীনের May 11, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় উত্তরায় ছাত্র-জনতার আনন্দ মিছিল May 11, 2025