ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড চোট কাটিয়ে চলতি সপ্তাহেই মাঠে ফিরছেন বলে জানিয়েছেন কোচ পেপ গার্দিওলা।
গত মার্চে এফএ কাপে বোর্নমাথের বিপক্ষে ম্যাচে গোড়ালির আঘাত পাওয়ার পর থেকে দলের বাইরে ছিলেন এই নরওয়েজিয়ান ফুটবলার। তবে এই মাসেই অনুষ্ঠিত হতে যাওয়া এফএ কাপের ফাইনালের আগেই তিনি ফিট হয়ে উঠেছেন।
গত সপ্তাহে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে হালান্ড বেঞ্চে থাকলেও তাকে মাঠে নামানো হয়নি।
শনিবার সাউদাম্পটনের বিপক্ষে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচের আগে গার্ডিওলা সাংবাদিকদের বলেন, ‘তিনি প্রস্তুত, ফিট। তবে তিনি শুরু করবেন কি না, তা আগামীকালই সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রিমিয়ার লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি এখনো চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জনের লড়াইয়ে রয়েছে। ছয় নম্বরে থাকা নটিংহাম ফরেস্টের থেকে তিন পয়েন্ট এগিয়ে সিটিজেনরা।
মৌসুমের সেরা পাঁচ দল এবার চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবে। বাকি দলটি হবে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন।
গার্দিওলার দল ১৭ মে ওয়েম্বলিতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এফএ কাপের ফাইনালে মুখোমুখি হবে। এরপর বোর্নমাথ ও ফুলহামের বিপক্ষে লিগ ম্যাচ খেলে সিটি তাদের মৌসুম শেষ করবে।
এই মৌসুমে হালান্ড প্রিমিয়ার লিগে ২৮ ম্যাচে ২১ গোল করেছেন। যা দলের মধ্যে সর্বোচ্চ। সব মিলিয়ে ৪০ ম্যাচে তার ৩০ গোল ও ৪ অ্যাসিস্ট রয়েছে।
গত দুই মৌসুমে টানা গোল্ডেন বুট জয়ী হালান্ড এবার মোহাম্মদ সালাহর থেকে ৭ গোল পিছিয়ে রয়েছেন, হাতে আছে মাত্র ৩টি ম্যাচ।
এফপি/এস এন