পর্দায় রঙ্গমালা রূপে ফিরছেন নাজিফা তুষি

‘হাওয়া’ মুক্তির তিন বছর পার হয়ে গেলেও এরপর আর পর্দায় দেখা যায়নি নাজিফা তুষিকে। এরমধ্যে প্রায়ই সিনেমার খবরে শিরোনাম হয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী, তবে পর্দায় উপস্থিতি মেলেনি। এরমধ্যে দুটি সিনেমার কাজ শেষ করলেও তা এখনো মুক্তি পায়নি। দর্শকেরাও বলছিলেন, ‘হাওয়া’র পর কি তবে ‘হাওয়া’-ই হয়ে গেলেন পর্দার গুলতি?

এবার অভিনেত্রী জানালেন নতুন সিনেমার খবর।

ইতিমধ্যে নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করেছেন নাজিফা তুষি। সিনেমাটির নাম ‘সখী রঙ্গমালা’। এর কেন্দ্রীয় চরিত্র ‘রঙ্গমালা’ রূপে দেখা যাবে অভিনেত্রীকে। অষ্টাদশ শতকের নোয়াখালীর জমিদার পরিবারের কাহিনি ঘিরে ২০০ বছরেরও আগের আখ্যান নিয়ে লেখা প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।

সরকারি অনুদানে এটি নির্মাণ করছেন ‘চন্দ্রাবতী কথা’ পরিচালক এন রাশেদ চৌধুরী।

গণমাধ্যমকে সিনেমার খবরটি নিশ্চিত করে নাজিফা তুষি জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সিনেমাটির শুটিং করছেন তিনি। এরমধ্যে এক লটের শুটিং শেষও করে ফেলেছেন। শিগগিরই অংশ নেবেন পরের লটে।

নাজিফা তুষি বলেন, ‘প্রায় দুইশো বছর আগের গল্প, স্পিরিচুয়াল বিষয় নিয়ে কাজ; মনে হয়েছে এই কাজটা আমার করা উচিত। এরকম একটা ঐতিহাসিক গল্পের উল্লেখযোগ্য একটা চরিত্র হতে পারাটাও আনন্দের। সিনেমাটির গল্প নোয়াখালীর জমিদার পরিবারের, আমি নিজেও নোয়াখালীর মেয়ে; সেদিক থেকে একটা অন্যরকম ভালো লাগা তো আছেই। সব কিছু মিলিয়ে দারুণ উপভোগ করছি।’

পরিচালক জানিয়েছেন, প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছি।

যেহেতু অনুদানের সিনেমা, সেটার প্রথমাংশ পাবার পর সিনেমাটি প্রায় ৪০ ভাগ অংশের শুটিং শেষ করেছি এরমধ্যে। বাকি অংশের কাজও শিগগিরই শেষ করব।

২০২৩-২৪ সালে সরকারি অনুদানপ্রাপ্ত ‘সখী রঙ্গমালা’র রঙ্গমালা চরিত্রে নাজিফা তুষি এবং ফুলেশ্বরী চরিত্রে অভিনয় করছেন স্বর্ণালী চৈতি। এ ছাড়া আরো অভিনয় করেছেন স্বর্ণালী চৈতি, প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফুকুল ইমন, শিল্পী সরকার অপু প্রমুখ। চলতি বছরে নভেম্বর-ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
যেই শাহবাগে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল, সেখানেই পতন হলো : ড. শফিকুল ইসলাম মাসুদ May 11, 2025
img
আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করার বিষয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ May 11, 2025
img
যুদ্ধবিরতির পরও পাক হামলা, কড়া বার্তা দিল ভারত May 11, 2025
img
চট্টগ্রামে সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী গ্রেফতার May 11, 2025
img
পলাশবাড়ীতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ May 11, 2025
img
সকল বিপ্লবী বীরকে অভিনন্দন : জামায়াত আমির May 11, 2025
img
আপনারা কেউ রাজপথ ছাড়বেন না: হাসনাত আবদুল্লাহ May 11, 2025
img
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস May 11, 2025
img
ভারতকে শান্তি বজায় রাখার বার্তা চীনের May 11, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় উত্তরায় ছাত্র-জনতার আনন্দ মিছিল May 11, 2025