অজয়ের ‘রেইড ২’ এর আয় ছাড়াল ১০০ কোটি

আবারও বক্স অফিসে অজয় দেবগনের ম্যাজিক। তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘রেইড ২’ বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। মুক্তির ৯ দিনে ভারতীয় বক্স অফিসে একশ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ‘রেইড ২’ প্রথম সপ্তাহে ৯৫.৭৫ কোটি আয় করেছিল ভারতীয় বক্স অফিসে।

দ্বিতীয় সপ্তাহের শুক্রবার আয় তুলে নেয় ৫ কোটি। যার ফলে ১০০ কোটির গণ্ডি পার করে ফেলে অজয়ের ‘রেইড ২’। শনিবার সিনেমাটির আয় ২ কোটির বেশি। বর্তমানে ভারতীয় বক্স অফিসে এর মোট আয় ১০২ কোটি টাকা।

বিশ্বব্যাপী আয় ১৪০ কোটির কাছাকাছি।

মুক্তির প্রথম দিন বক্স অফিসে ১৯.২৫ কোটি আয় দিয়ে যাত্রা শুরু করে সিনেমাটি। যা ২০২২ সালে অজয়ের ‘দৃশ্যম ২’-এর চেয়ে বেশি আয় দিয়ে শুরু বক্স অফিসে। ‘দৃশ্যম ২’ প্রথম দিনে আয় করেছিল ১৫.৩৮ কোটি।

সাম্প্রতিক সময়ে অজয়ের ‘ময়দান’ মাত্র ৭ কোটি আয় করে প্রথম দিন। তবে গত বছর ‘সিংহাম এগেইন’ প্রথম দিন আয় তুলে নেয় ৪৩ কোটি। এ বছর ‘রেইড ২’ অজয়ের সবচেয়ে বেশি আয় করা সিনেমা এখন পর্যন্ত।

‘রেইড’-এর প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এতে অজয় দেবগন আবারও সৎ ইনকাম ট্যাক্স অফিসার অময় পট্টনায়কের ভূমিকায় অভিনয় করেছেন।

যিনি এবার একজন শক্তিশালী ও দাপুটে রাজনীতিবিদ দাদা মনোহর ভাইয়ের দুর্গে অভিযান চালান। অতি ধুরন্ধর দাদাভাইকে নিজের বুদ্ধি ও সততার জালে ধরাশায়ী করেন অজয়। এতে রীতেশ দেশমুখ এতে দাদা মনোহর চরিত্রে অভিনয় করেছেন। নেতিবাচক এই চরিত্রে বেশ চমৎকার পারফরম করেছেন রীতেশ। অন্যদিকে, বাণী কাপুর অজয় দেবগনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি প্রতিটি মোড়ে তার স্বামীর পাশে দাঁড়িয়েছেন।

প্রথম কিস্তিতে ইলিয়ানা ডি ক্রুজ ছিলেন অজয়ের স্ত্রী হিসেবে। তবে ব্যক্তিগত জীবনে ব্যস্ত থাকায় এবার দ্বিতীয় কিস্তিতে অভিনয় করেননি তিনি। ১ মে মুক্তি পায় সিনেমাটি। ১২০ কোটি টাকা বাজেটে নির্মিত ‘রেইড ২’ বক্স অফিসে হিট হওয়ার পথেই।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় উত্তরায় ছাত্র-জনতার আনন্দ মিছিল May 11, 2025
img
নির্বাচিত সংসদের মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে গণফোরাম May 11, 2025
img
তিন দফার, এক দফা বাকি থাকতেও রাস্তা ছাড়বো না: হাসনাত May 11, 2025
img
রশি লাগবে রশি নে, হাসিনারে ফাঁসি দে: ইশরাক May 10, 2025
img
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত May 10, 2025
পার্থ-পাভেলের দুর্দান্ত পারফরম্যান্স... May 10, 2025
পবনদীপের শরীরে ৮ঘণ্টা অস্ত্রোপচার, অপেক্ষায় আরও তিনটি May 10, 2025
যে শর্তে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র May 10, 2025
img
বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানালেন নাহিদ ইসলাম May 10, 2025
img
উপদেষ্টা পরিষদের সভায় যেসব সিদ্ধান্ত নেয়া হলো May 10, 2025