গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই : আলী রীয়াজ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

শনিবার (১০ মে) সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সংসদ ভবনের এল ডি হলে গণফোরামের আলোচনায় এ কথা বলেন আলী রীয়াজ।

আলোচনায় সভায় উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, যেখানে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো নাগরিকের অধিকার সুরক্ষিত করবে, প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা থাকবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন ক্ষমতার এক বিন্দুকরণের জন্য নয়, বরং বিকেন্দ্রীকরণের জন্য কাজ করবে।

তিনি আরো বলেন, গত ৫৩ বছর ধরে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনের ক্ষেত্রে যে ব্যত্যয় রয়েছে, সবাই মিলে এই ব্যত্যয়গুলো মোকাবিলা করে সামনের দিকে অগ্রসর হতে হবে। গণতন্ত্রের পথে যে নতুন যাত্রার সুযোগ পেয়েছি, ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে তা কাজে লাগাতে হবে।

গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমানের নেতৃত্বে দলটির সভাপতি পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট সুরাইয়া বেগমসহ ১১ সদস্যের প্রতিনিধিদল আলোচনায় অংশ নেন।

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয়। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। আজ ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং গণফোরামের সঙ্গে আলোচনায় বসে কমিশন। আলোচনা অসমাপ্ত হওয়ায় আগামী ১৫ মে বিকেল ৩টায় ইউপিডিএফ-এর সঙ্গে বর্ধিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
নিষিদ্ধ আওয়ামী লীগ, সবাইকে সতর্ক থাকার আহ্বান আসিফ মাহমুদের May 11, 2025
img
আজ লাইলাতুল আওয়ামী পেটানোর রাত: ইলিয়াস হোসেন May 11, 2025
img
রাজনৈতিক দলকে শাস্তি দিতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল May 11, 2025
সরকার আওয়ামী-লীগকে ব্যান করলে আপত্তি নেই বিএনপি-জামায়াতের May 11, 2025
ইতালির সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশ পিছিয়ে কেন? May 11, 2025
আ.লীগ নিষিদ্ধে রাজধানীতে যেন ঈদের আমেজ May 11, 2025
img
সরকার কি তামাশা শুরু করেছে? দল হিসেবে নিষিদ্ধ করে নাই: রাফি May 11, 2025
আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় যা বললেন হাসনাত-আখতার-মুসাদ্দিকরা May 11, 2025
কোনো দলকে নি'ষি'দ্ধ করার পক্ষে নন জি এম কাদের ও গয়েশ্বর May 11, 2025
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ May 11, 2025