শক্তি পরীক্ষা করতে গিয়ে হার বাংলাদেশর

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য সাইড বেঞ্চের শক্তি পরীক্ষার মঞ্চ। তবে সেটা করতে গিয়ে এবার হেরেছে বাংলাদেশ।

এদিন একাদশে ৬ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে ৪৭ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৬ রান করে নুরুল হাসান সোহানের দল। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।

২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৭৭ রান তোলে তারা। টপ অর্ডার এবং মিডল অর্ডারের সবাই দলের জয়ে অবদান রেখেছেন। শেষদিকে ডিন ফক্সক্রফটের অপরাজিত ৩৬ রানের ইনিংসে হোয়াইটওয়াশ এড়ায় কিউইরা।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ১৬ রানের মধ্যেই ২ উইকেট হারায় তারা। মোহাম্মদ নাঈম ৪ রান করেন। আরেক ওপেনার এনামুল হক বিজয় করেছেন ২ রান।

এরপর সাইফ হাসান-ইয়াসির আলি রাব্বিরা চেষ্টা করেছেন দলকে টেনে তোলার। ইয়াসিরের ব্যাট থেকে এসেছে ৬৩ রান। তবে মিডল অর্ডারে সুবিধা করতে পারেননি আফিফ হোসেন, সোহান ও মোসাদ্দেক হোসেনরা। তাতে ১৮০ রানের মধ্যেই নবম উইকেট হারায় বাংলাদেশ।

শেষদিকে নাসুম আহমেদ দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ৯৭ বলে ৬৭ রানের ইনিংসে ভর করে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।

টিকে/এসএন

Share this news on:

সর্বশেষ