সিদ্ধান্ত প্রায় নিশ্চিত হলে তারা বলবেন, ‘আমরাও নিষিদ্ধ চাই’: হান্নান মাসউদ

এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদ আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন।

শনিবার (১০ মে) রাতে আব্দুল হান্নান মাসউদ তার পোস্টে বলেন, ‘যখন প্রায় নিশ্চিত হয়ে যাবে জনগণের চাপে সরকার লীগ নিষিদ্ধের পথে আগাচ্ছে, ঠিক তখনই গলা ঝেড়ে বলা শুরু করবেন আমরাও নিষিদ্ধ চাই।’

তিনি বলেন, ‘২৪ জুলাইয়েও বলেছিলেন আমরা এক্ষুনি অল আউট আন্দোলন চাই না, কিন্তু যখন ২৮ তারিখের দিকে সরকার পতন প্রায় নিশ্চিত হয়ে আসে তখন তারা যোগাযোগ করেন অফিশিয়ালি, সিনিয়র নেতারাও রাস্তায় নামেন।’

তিনি আরো বলেন, ‘জুলাই-পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্যে আমরা যখন আন্দোলন শুরু করলাম, তখন তারা রাজনীতিবিদ থেকে ডিপ্লোমেট হয়ে গেলেন।

এ ব্যাপারে যত প্রশ্ন; উত্তর সব দেওয়া শুরু করলেন ডিপ্লোমেটিক্যালি। নিষিদ্ধ চাই এটা বলতেছেন না, আবার বিরোধিতাও করতে পারছেন না।’

হান্নান মাসউদ তার পোস্টে বলেন, ‘সর্বশেষ যখন নিষিদ্ধ হয়ে যাবে, তখন কোন কর্মী লীগ নিষিদ্ধের দাবিতে কোথায় আন্দোলনে অংশগ্রহণ করেছেন তার ফুটেজ বের করে দলের সব পেজে আপলোড শুরু হয়ে যাবে। শুরু হবে ক্রেডিট নিয়ে কাড়াকাড়ি, ধন্যবাদ।

তবে আব্দুল হান্নান মাসউদ তার পোস্টে কাকে বা কাদেরকে ইঙ্গিত করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ