আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিলের দাবি এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের আহ্বান জানিয়েছেন। রোববার সকাল ১০টায় এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি তোলেন।

সেখানে নাহিদ ইসলাম লেখেন, ‘বিপ্লবী ছাত্র ও জনতাকে অভিনন্দন জানাই। একইসঙ্গে সরকারের ভূমিকারও প্রশংসা করি।’

দ্রুত সময়ের মধ্যে সব সিদ্ধান্তের বাস্তবায়ন চাই। তবে জুলাই ঘোষণাপত্র ও বিচার প্রশ্নে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। সারা দেশের ফ্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে নিষিদ্ধঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে।

আরএ/এসএন

Share this news on: