অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার বব কাউপার মারা গেছেন। জন্মস্থান মেলবোর্নে মৃত্যুকালে ববের বয়স হয়েছিলো ৮৪ বছর।
১৯৬৬ সালে মেলবোর্নে বব ইংল্যান্ডের বিপক্ষে ১২ ঘণ্টাব্যাপী ইনিংসে ৩০৭ রান করেছিলেন, যা দীর্ঘদিন অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ টেস্ট ইনিংস হয়ে থেকেছে (একমাত্র ট্রিপল সেঞ্চুরিও)। ৩৮০ রান করে ২০০৩-০৪ মৌসুমে রেকর্ডটি ভাঙেন ম্যাথু হেইডেন।
ষাটের দশকে দেশের জার্সিতে প্রনিতিধিত্ব করা বব অস্ট্রেলিয়ার হয়ে ২৭ টেস্ট খেলে ২০৬১ রান করেছেন, বল হাতে নিয়েছেন ৩৬ উইকেট। ঘরোয়া ক্রিকেটে তিনি অধিকাংশ সময় ভিক্টোরিয়ার হয়ে খেলেছেন, ১৪৭টি প্রথম শ্রেণির ম্যাচে রানসংখ্যা ১০ হাজারের বেশি, উইকেট ১৮৩টি।
বব মাত্র ২৮ বছর বয়সে ক্রিকেট ছেড়ে স্টকব্রোকিং ও মার্চেন্ট ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়েন। পরে হন আইসিসি ম্যাচ রেফারি।
ববের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)। সিএর প্রধান মাইক বার্ড এক বিবৃতিতে বলেছেন, ‘বব কাউপারের মৃত্যুর খবর শুনে আমরা খুবই কষ্ট পেয়েছি। তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটে শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি অসাধারণ ব্যাটার, সব সময় মেলবোর্নে ট্রিপল সেঞ্চুরি ও ভিক্টোরিয়া টিমে অবদানের জন্য কারণে স্মরণীয় হয়ে থাকবেন।’
এসএন