ধর্মশালায় আটকে থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন প্রীতি

কাশ্মিরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানে হামলা চালায় ভারতের সেনাবাহিনী। এর জবাবে পাকিস্তানও ভারতের কয়েকটি স্থানে ড্রোন হামলা চালায়। দুই দেশের মধ্যেকার এই উত্তেজনাকর পরিস্থিতির প্রভাব পড়ে আইপিএলে।
 
গত ৮ মে ধর্মশালায় পাঞ্জাব ও দিল্লির ম্যাচ মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়। সেই ম্যাচ চলাকালীন সময়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা। যিনি পাঞ্জাব কিংসের মালিক।ম্যাচ বাতিল হওয়ার পর সকল দর্শকদের অবিলম্বে স্টেডিয়াম ত্যাগ করতে বলা হয়েছিল। প্রীতিও ভক্তদের একই আহ্বান জানিয়েছিল।
 
পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে স্টেডিয়ামে উপস্থিত খেলোয়াড় এবং ম্যাচ কর্মকর্তারা সকলেই চিন্তিত ছিল। তাদেরকে নিরাপদে সরিয়ে নিতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে।

ভারতীয় রেলওয়ের সহায়তায় বিসিসিআই ধর্মশালা থেকে দিল্লি পর্যন্ত একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল, যার মাধ্যমে সবাইকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।
 
ধর্মশালায় আটকে থাকার পরে নিরাপদে দিল্লি ফিরেই বিসিসিআই এবং আইপিএলের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রীতি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি বর্তমানে নিরাপদে আছেন এবং বাড়িতে পৌঁছে গেছেন।

প্রীতি এক্সে লিখেছেন, ‘গত কয়েকটা পাগলাটে দিনের পর, অবশেষে আমি বাড়িতে পৌঁছেছি। ভারতীয় রেলওয়ে এবং আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যারা আইপিএলের উভয় দল, সকল ম্যাচ কর্মকর্তা এবং তাদের পরিবারকে নিরাপদে, সহজে এবং মসৃণভাবে ধর্মশালা ত্যাগ করতে সাহায্য করেছেন।’

প্রীতি আইসিসি সভাপতি জয় শাহ এবং বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আমি জয় শাহ, অরুণ ধুমাল, বিসিসিআই এবং আমাদের সিইও সতীশ মেনন এবং পাঞ্জাব কিংসের অপারেশন টিমকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সহযোগিতায়, আমরা সম্পূর্ণ সতর্কতা এবং নিরাপদে ধর্মশালা স্টেডিয়াম ত্যাগ করতে পেরেছি। সবকিছু বেশ ভালোভাবে পরিচালনা করা হয়েছিল। পরিশেষে, ধর্মশালা স্টেডিয়ামে উপস্থিত সকলকে অনেক ধন্যবাদ। কারণ তোমরা উত্তেজনা এবং পদদলিত হওয়ার পরিস্থিতি তৈরি হতে দাওনি।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
দেশজুড়ে শিলাবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের May 12, 2025
বাংলাদেশীদের প্রশাসনের মাধ্যমে নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে May 12, 2025
ভোগান্তি ছাড়াই ১৬ টি জেলার মানুষ চলবে যে সড়কে May 12, 2025
img
আবশেষে আনচেলত্তিই ব্রাজিলের কোচ May 12, 2025
img
বিদ্যুৎখাতের দুর্নীতি : ১৫৬টি বিদ্যুৎ কেন্দ্রের নথি তলব দুদকের May 12, 2025
img
শপথ ভঙ্গ করেছেন উপদেষ্টা মাহফুজ : শিবির সেক্রেটারি May 12, 2025
img
সিলেট আদালতে আত্মসমর্পণে আসা নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের ধাওয়া May 12, 2025
img
আ. লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা May 12, 2025
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার সই May 12, 2025
কর আরোপের যে নতুন সিদ্ধান্ত নিলো এনবিআর May 12, 2025