ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাত, প্রাণ গেল ৫ জনের

ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার বিকেলে বজ্রাঘাতের ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে জেলার নাসিরনগর উপজেলায় তিনজন ও আখাউড়া উপজেলায় দুজন নিহত হন। বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে বজ্রাঘাতের ঘটনায় তারা মারা যান।

এ ছাড়া নাসিরনগরে এক নারী আহত হন।

আখাউড়ায় বজ্রাঘাতে এক কৃষকের দুই গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মানুষের মাঝে বজ্রপাত নিয়ে আতঙ্কও দেখা দিয়েছে।

নাসিরনগরে নিহতরা হলেন সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাঁনপুর গ্রামের জুনায়েদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের আব্দুস সালামের ছেলে মো. শামসুল হুদা (৬৫) ও চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের মো. আলমগীরের মেয়ে জাকিয়া (৭)। আখাউড়ায় নিহতরা হলেন উপজেলার রুটি রুটি গ্রামের সেলিম মিয়া (৬০) ও বনগজ গ্রামের জাকির খাঁ (২২)।
পরিবারের লোকজন তাদের শনাক্ত করেছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ শাহীন ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার টেকানগর গ্রামের বজ্রাঘাতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক মারা যান। তিনি কৃষি শ্রমিক হিসেবে সেখানে কাজ করছিলেন। গোকর্ণ বেড়িবাঁধ এলাকায় ফসলি জমিতে কাজ করার সময় মারা যান শামসুল ইসলাম।

ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বেড়াতে আসা শিশু জাকিয়া তার এক আত্মীয়ের সঙ্গে মাঠে ধান শুকানোর কাজ দেখতে গিয়ে বজ্রাঘাতে মারা যায়। এ ছাড়া ভলাকুটে হামিদা বেগম (৪০) নামের এক নারী আহত হয়েছেন। তার কণ্ঠনালি পুড়ে যায়। তিনি নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, বনগজ গ্রামের জাকির খাঁ ধান ভাঙার মেশিন নিয়ে কাজ করছিলেন।

বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। উপজেলার রুটি গ্রামে সেলিম মিয়া মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মারা যান।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
পেটের ভেতরে ইয়াবা, শাহজালালে যাত্রী আটক May 16, 2025
img
দুই দিন অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা বিচার বিভাগীয় কর্মচারীদের May 16, 2025
img
কোহলির অবসর ও অধিনায়কত্ব নিয়ে চাঞ্চল্যকর তথ্য কোচের May 16, 2025
img
৮ম জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ঢাকায় ব্র্যাকের পদযাত্রা May 16, 2025
img
শুল্ক প্রত্যাহার নিয়ে ট্রাম্প-ভারতের পাল্টাপাল্টি বক্তব্য May 16, 2025
img
হজযাত্রীর ছদ্মবেশে দেশ ছাড়তে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা May 16, 2025
img
পঞ্চগড়ে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের দুলর্ভ মূর্তি উদ্ধার May 16, 2025
তানভীর-এনসিটিবি যোগসাজশে কাগজ কেলেঙ্কারি, কোটি টাকার কমিশন বাণিজ্য May 16, 2025
img
টানা তৃতীয়বার সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ রোনালদো May 16, 2025
img
বলিউডে কালো জাদুর রহস্য, উঠে এলো যেসব নায়িকাদের নাম May 16, 2025