আ.লীগ নিজেরাই নিজেদের রাজনীতির মৃত্যু ঘটিয়েছে: সালাহউদ্দিন আহমদ

আওয়ামী লীগ নিজেরাই নিজেদের রাজনীতির মৃত্যু ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (১১ মে) সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নাগরিক কোয়ালিশনের উদ্যোগে ‘সাংবিধানিক সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাব’ শীর্ষক এই সংলাপ অনুষ্ঠানের পরে মিলনায়তনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সন্ত্রাস দমন আইনে সংশোধন এনে বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের (আওয়ামী লীগ) রাজনীতি নিষিদ্ধ ঘোষণাকে আমরা স্বাগত জানাই।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে কি এখন পৃথিবী স্বীকৃতি দেয়? দেশের মানুষ দেয়? আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তিতে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ দীর্ঘদিন ফ্যাসিবাদ ও মাফিয়াতন্ত্রের চর্চা করেছে বাংলাদেশের মানুষের ওপরে এবং তারা অত্যাচার-নিপীড়ন-নির্যাতন-গণহত্যার মধ্য দিয়ে তাদের পরিসমাপ্তি ঘটিয়েছে, নিজেদের রাজনীতির মৃত্যু ঘটিয়েছে।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটা মাফিয়া পার্টি, মাফিয়া শক্তি, এটা একটা ফ্যাসিবাদী দল। সুতরাং রাজনৈতিক দলের কোনো তকমা দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নাই, রাজনীতি চর্চা হবে কীভাবে?

আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে বিএনপি যাচ্ছে না কেনো জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা (বিএনপি) শাহবাগে কেনো যাব? আমাদের দাবি তো প্রধান উপদেষ্টাকে দীর্ঘ কয়েক মাস আগেই লিখিত ভাবে দিয়েছে, মৌখিকভাবে বলেছি, আমরা বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়ামে বলেছি, বিভিন্ন অনুষ্ঠানে বলেছি।

দ্রুত নির্বাচনের রোডম্যাপ না হলে কি হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আমি আশঙ্কা করছি যদি গণতান্ত্রিক যাত্রাপথে, গণতান্ত্রিক উত্তরণের পথপরিক্রমায় যদি দীর্ঘায়িত পদক্ষেপ নেওয়া হয়, কৌশল অবলম্বন করা হয়, হয়তো সরকার সামনে বিব্রত হতে পার।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ন্যানির ‘হিট ৩’-এর সামনে টিকতে পারল না সুরিয়ার ‘রেট্রো’ May 12, 2025
img
প্রচণ্ড মন খারাপেও অভিনেত্রীদের হাসিমুখে থাকতে হয়: সামান্থা May 12, 2025
img
সড়কে বসানো যাবে না গরুর হাঁট, চাঁদাবাজি বন্ধে কঠোর সরকার May 12, 2025
img
ভারতের টিভি চ্যানেল তামাশা বিক্রি করে : শফিকুল আলম May 12, 2025
কুরআনে ভালো মানুষের ৯টি গুণ May 12, 2025
নবীজির প্রিয় কন্যার ইন্তেকাল এর ঘটনা May 12, 2025
img
স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ও জবাবদিহির প্রকট অভাব: স্বাস্থ্য উপদেষ্টা May 12, 2025
টানা দ্বিতীয়বার ইউরোপের বর্ষসেরা একাদশে হামজা চৌধুরী! May 12, 2025
img
ফিফা ক্লাব বিশ্বকাপের আগে তিন তারকা ফুটবলারকে চায় রিয়াল মাদ্রিদ May 12, 2025
img
যুদ্ধ নয়, অজ্ঞতাই ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করবে: কঙ্গনা May 12, 2025