প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

দেশের স্বাস্থ্য খাত মেরামতের উদ্যোগ নিচ্ছে সরকার। সে কারণে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে আজ প্রথমবার হতে যাচ্ছে সিভিল সার্জন সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার ( ১২ মে ) ও আগামীকাল মঙ্গলবার এ সম্মেলন হবে।

এই সম্মেলনে স্বাস্থ্য খাত নিয়ে পরামর্শ শুনবেন এবং দিকনির্দেশনা দেবেন সংশ্লিষ্টরা। দুই দিনের এই সম্মেলনের কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। কার্য অধিবেশনগুলো স্বাস্থ্য সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিবসহ সিনিয়র কর্মকর্তারা নানা দিকনির্দেশনা দেবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি বছর ৬৪ জেলার ডিসিদের নিয়ে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেখানে জেলার নানা বিষয় উঠে আসে। এবার সেই আদলে ৬৪ জেলার স্বাস্থ্য প্রশাসকদের নিয়ে প্রথমবার সিভিল সার্জন সম্মেলন হতে যাচ্ছে। দুই দিনব্যাপী এ সম্মেলনের আগে জেলার স্বাস্থ্যসেবার সমস্যা ও চ্যালেঞ্জগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। সিভিল সার্জনরা তাদের মতামত মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সামনে স্বাস্থ্য সমস্যা নিয়ে দুজন সিভিল সার্জন বক্তব্য রাখবেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, সম্মেলনে দেশের স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষের অসন্তোষ ও নানা দিক নিয়ে আলোচনা করা হবে এই সম্মেলনে। এতে স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর নানা কৌশল নিয়ে গুরুত্ব দেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্মেলনে মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে। এতে করে জেলার স্বাস্থ্যসেবা কাঠামোকে আরও শক্তিশালী করার পথ সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একাধিক সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো এই সম্মেলন হতে গেলেও সম্মেলনে বাল্যবিয়ে প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের ভূমিকা, গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, টিকা কার্যক্রম, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা, বাজেট বরাদ্দের স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি বিষয়ে সিভিল সার্জনদের মতামত উত্থাপন হবে।

সূত্র জানায়, একাধিক সিভিল সার্জন নিজ জেলার অধিক্ষেত্রে উপজেলার স্বাস্থ্য সংস্কার, ডাক্তার সংকট, পরিবহন তথা অ্যাম্বুলেন্স নিয়ে নানা পরামর্শ দিয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলার হাসপাতালগুলোকে শয্যা বাড়ানোর প্রস্তাবও উঠবে সম্মেলনে।

আরএম/এসএন  

Share this news on:

সর্বশেষ

img
‘ঐকমত্য কমিশনের কিছু প্রস্তাব দলগুলোর জন্য চ্যালেঞ্জিং’ May 15, 2025
img
নালিতাবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার ৮ জন May 15, 2025
img
সোহরাওয়ার্দী উদ্যানে চলছে উচ্ছেদ অভিযান May 15, 2025
img
নেতানিয়াহুর দেশকে ‘গণহত্যাকারী’ আখ্যা, বাণিজ্য সম্পর্ক ছিন্নের ঘোষণা স্পেনের May 15, 2025
তথ্য উপদেষ্টার ‘বোতল কান্ডে’ এনসিপি নেতাদের হুশিয়ারি May 15, 2025
মাহফুজের মাথায় বোতল ছুড়ে মারা ব্যক্তি কে? জানা গেল পরিচয় May 15, 2025
img
মুসলিম পুরুষ একাধিক বিয়ে করতে পারবেন : ভারতীয় হাইকোর্ট May 15, 2025
মাহফুজের কড়া হুঁশিয়ারি- ‘যথেষ্ট হয়েছে আর নয় May 15, 2025
img
ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে আন্দোলনকারীরা নগর ভবনে তালা দিলেন May 15, 2025
img
‘এতদিন মারধরের ভয়ে চুপ ছিলাম’, স্বামীর বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রী হ্যাপীর May 15, 2025