পহেলগাম কাণ্ডের পর থেকে সীমান্ত উত্তপ্ত। দেশকে রক্ষা করতে গিয়ে যে সেনারা প্রাণ দিয়েছেন, তাঁদের মায়েদের শ্রদ্ধা জানালেন দুই তারকা।
মা দিবসের আবহে নিজের মায়েদের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন বলিউডের তারকারা। এই দিনটা মায়ের জন্য বিশেষ করে তুলতে চেয়েছেন তাঁরা। এই বিশেষ দিনটা সন্তানহারা মায়েদের উৎসর্গ করলেন বরুণ ধওয়ান ও জাহ্নবী । পহেলগাম কাণ্ডের পর থেকে সীমান্ত উত্তপ্ত। দেশকে রক্ষা করতে গিয়ে যে সেনারা প্রাণ দিয়েছেন, তাঁদের মায়েদের শ্রদ্ধা জানালেন দুই তারকা।
বরুণ ও জাহ্নবী দু’জনেই একটি পুরনো ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, সীমান্তে লড়তে গিয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের মায়েদের সম্মান জানাচ্ছেন রাষ্ট্রপতি। সম্মানিত হওয়ার সময়ে চোখে জল সেই মায়েদের। বরুণ সেই ভিডিয়ো ভাগ করে নিয়ে লিখেছেন, “আন্তর্জাতিক মাতৃদিবসের শুভেচ্ছা সেই সব মায়েদের প্রতি, যাঁরা তাঁদের পুত্রদের দিয়ে দিয়েছেন এই দেশের জন্য।” বরুণের এই পোস্টই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন জাহ্নবী কাপুরও।
মাতৃদিবস নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন সোনম কাপুরও। জাতি, ধর্ম, বিশ্বাসের অনেক ঊর্ধ্বে আসে মাতৃত্ব। তাই অভিনেত্রী লিখেছেন, “মায়ের প্রার্থনায় আমি ভালবাসার প্রতিটি ভাষা শুনতে পেয়েছি। মায়ের সফরের মাধ্যমেই আমি শিখেছি, সীমান্ত বা ভিন্ন বিশ্বাসের ঊর্ধ্বে থাকে মাতৃত্ব। তিনি আমার মা। তিনিই ভারতমাতার প্রতিফলন।”
মাতৃদিবস উপলক্ষে কারিনা কাপুরও দিয়েছেন এক বিশেষ বার্তা। তাঁর বার্তা, “একজন মাকে কখনও ছোট করবেন না। পৃথিবী যে যন্ত্রণায় শেষ হয়ে যেতে পারে, সেই যন্ত্রণা একজন মা সহ্য করেছেন। রাতের পর রাত না ঘুমোলে মাথা কাজ করে না। কিন্তু একজন মায়ের সেই অভিজ্ঞতা রয়েছে।”
আরআর/এসএন