প্রিন্স মামুনের সাথে সেদিন কী ঘটেছিল, খুলে বললেন লায়লা

আলোচিত-সমালোচিত টিকটক কনটেন্ট নির্মাতা লায়লা আখতার ও প্রিন্স মামুনকে ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি প্রিন্স মামুন ফেসবুক লাইভে এসে লায়লার বাসায় ঢুকে একাধিক অভিযোগ তোলেন এবং প্রকাশ্যে গালিগালাজ করেন। এতে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন লায়লা।

এক সাক্ষাৎকারে লায়লা বলেন, “ঝগড়া-ঝাঁটি সব দম্পতির মধ্যেই হয়। কিন্তু মামুন বিষয়টি যেভাবে প্রকাশ্যে এনেছে, তা আমার ব্যক্তিগত জীবনের সম্মানহানি করেছে। আমি বুঝতেই পারিনি সে লাইভ করছে। যখন বুঝি, তখন ততক্ষণে গোটা বাসার ব্যক্তিগত পরিবেশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে।”

লায়লা আরও বলেন, “আমরা ১ মার্চ আবার যোগাযোগ শুরু করি। মামুন তখন নিজেই বলেছিল, সব মিটিয়ে কোলাবরেশন করবো, কিন্তু ব্যক্তিগত কিছু পাবলিকলি আনবো না। সে কথা রাখেনি।”

লায়লার অভিযোগ, “এর আগেও মামুন আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। একবার এমনভাবে মুখে আঘাত করেছিল যে চিকিৎসা করতে হয়েছে। মুখে মেরে সে আমার আত্মবিশ্বাস ভেঙে দিতে চেয়েছে।”

তবে মামুনের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটি হলো মানহানির। লায়লার দাবি, মামুন সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে মিথ্যা বলেছেন যে তার এখনো দুইজন স্বামী আছেন এবং সবাই একই বাসায় থাকেন। “এটা চরম মিথ্যাচার,” বলেন লায়লা। এ জন্য তিনি মামুনকে ১০০ কোটি টাকার মানহানি মামলার নোটিশ পাঠিয়েছেন।

এদিকে, মামুন এখনো এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

এসএন 

Share this news on: