বাগেরহাটে নার্সিং ডিপ্লোমাকে স্নাতক সমমান করার দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক নার্স দিবসেও উৎসবের আমেজ নেই বাগেরহাটে। বরং দিবসটি বর্জন করে নার্সিং ডিপ্লোমাকে স্নাতক ডিগ্রির স্বীকৃতি দেওয়ার দাবিতে বাগেরহাটে রাস্তায় আন্দোলন করছেন নার্সরা।

সোমবার (১২ মে) দুপুরে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নার্স ও মিডওয়াইফরা।

বিক্ষোভ সমাবেশে শিহাবুল ইসলাম, রায়হান আলী, আঁখি ইসলাম, মনিরুজ্জামান, বায়জিদ ইসলাম, শংকরী বিশ্বাস, আসাদুল ইসলাম হৃদয় হালদার, রোজিনা, কুতুবউদ্দিন, রিপন কুমারসহ তিন শতাধিক সরকারি নার্সিং ইনস্টিটিউ, নারগিস মেমোরিয়ান ইনস্টিটিউ ও ইনটার্ন নার্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কুতুবউদ্দিন বলেন, যেখানে এইচএসসি পাসের পরে তিন বছর পড়াশুনা করে জেনারেল এডুকেশনে স্নাতক পাস করছে। সেখানে আমরা এইচএসসি পাসের পর দীর্ঘ তিন বছর ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে নার্সিং ও মিডওয়াইফারি বিষয়ে ডিপ্লোমা অর্জন করি। এটা এক ধরনের বৈষম্য। এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। আন্তর্জাতিক নার্স দিবসে আমরা আমাদের এই ন্যায্য দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই।

আঁখি ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা জীবন রক্ষাকারী পেশায় নিয়োজিত, আমাদের শিক্ষার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। আমরা অবিলম্বে এই বৈষম্যের অবসান চাই।

মনিরুজ্জামান বলেন, স্নাতক সমমান না পাওয়ায় আমরা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছি। সরকার যদি আমাদের এই দাবি মানে, তাহলে আমরা আরও বেশি উৎসাহিত হব এবং আরও ভালোভাবে মানুষের সেবা করতে পারব।

শংকরী বিশ্বাস বলেন, আজ আন্তর্জাতিক নার্স দিবসে আমরা কোনো আনন্দ উৎসবে অংশ নেইনি। আমাদের কাছে এই দিনটি আজ প্রতিবাদ জানানোর দিন। আমরা আশা করি, সরকার আমাদের এই যৌক্তিক দাবি বিবেচনা করবে এবং দ্রুত এর সমাধান করবে।

নার্সদের ন্যায্য স্বীকৃতি শুধু তাদের ব্যক্তিগত উন্নয়ন নয়, স্বাস্থ্যখাতের সার্বিক মান উন্নয়নেরও পূর্বশর্ত। 

আরএম/এসএন 


Share this news on:

সর্বশেষ

img
ভারত-পাকিস্তানকে নতুন বার্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর May 12, 2025
img
রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো May 12, 2025
img
দেড় যুগ পর গ্রামের বাড়ি যাচ্ছেন ড. ইউনূস May 12, 2025
img
ঢাবি শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ক্যাম্পাস শাটল May 12, 2025
img
পাকিস্তানের সঙ্গে আলোচনার আগে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে মোদি May 12, 2025
img
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সব দলের সিদ্ধান্তে হয়েছে : প্রেস সচিব May 12, 2025
img
অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমিক সরকার নয় : মির্জা আব্বাস May 12, 2025
img
ন্যানির ‘হিট ৩’-এর সামনে টিকতে পারল না সুরিয়ার ‘রেট্রো’ May 12, 2025
img
প্রচণ্ড মন খারাপেও অভিনেত্রীদের হাসিমুখে থাকতে হয়: সামান্থা May 12, 2025
img
সড়কে বসানো যাবে না গরুর হাঁট, চাঁদাবাজি বন্ধে কঠোর সরকার May 12, 2025