ঈদুল আজহা সামনে রেখে ঈদের আগে ও পরে তিন দিন করে মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদ প্রস্তুতি নিয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ঈদের ছয় দিন মহাসড়কে ভারী যানবাহন চলবে না, তবে এই নিষেধাজ্ঞার আওতায় আসবে না গরুবাহী ট্রাক, নিত্যপ্রয়োজনীয় পণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস পণ্য, সার ও জ্বালানিবাহী যান।
ফাওজুল কবির আরও জানান, সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না এবং সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করে হাট মনিটরিং করা হবে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে অতিরিক্ত জ্বালানি আমদানি করা হচ্ছে।
বাড়তি ভাড়া ও চাঁদাবাজি ঠেকাতে কঠোর মনিটরিংয়ের পাশাপাশি দুর্ঘটনারোধে পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, রেলে অতিরিক্ত কোচ ও বিশেষ সার্ভিস দেওয়া হবে, যাতে যাত্রা নিরাপদ হয়।
ছিনতাই ঠেকাতে পশুর হাটের পাশে ব্যাংক বুথ বসাতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। সব মিলিয়ে যাত্রী ও পশুবাহী যান চলাচল নির্বিঘ্ন রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
টিকে/এসএন