যমজ সন্তানের মা হলেন অ্যাম্বার হার্ড, মা দিবসেই জানালেন সুখবর

মা দিবসেই যমজ সন্তানের জন্ম দিয়ে মাতৃত্বের নতুন অধ্যায় শুরু করলেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। এদিন নিজের ইনস্টাগ্রাম পোস্টে সন্তানের খবর প্রকাশ করে জানান, নবজাতকদের নাম রেখেছেন অ্যাগনেস ও ওশান।

অ্যাম্বার হার্ড জানান, বন্ধ্যাত্বের চ্যালেঞ্জ জয় করে ‘নিজ শর্তে’ মা হওয়াকে তিনি জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন। তার ভাষায়, “আমি ভেবেচিন্তে, দায়িত্ব নিয়ে মাতৃত্ব বেছে নিয়েছি। বহু বছর ধরে এই পরিবারের স্বপ্ন দেখেছি।”

৩৯ বছর বয়সী এই অভিনেত্রী ২০২১ সালে কন্যাসন্তান উনাহ্‌-কে দত্তক নিয়েছিলেন। সেসময়ই নিজে সন্তান ধারণের সিদ্ধান্ত নেন তিনি।

মা দিবসে সবার উদ্দেশ্যে অ্যাম্বার ইনস্টাগ্রামে লেখেন, “আপনারা আজ যেখানেই থাকুন না কেন, যেভাবেই হোন না কেন মা—আমি ও আমার স্বপ্নের পরিবার আপনাদের সঙ্গে উদ্‌যাপন করছি।”

অ্যাম্বার হার্ড ২০১৫ সালে জনি ডেপকে বিয়ে করেন, তবে এক বছর পরেই তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তাদের সম্পর্ক নিয়ে একাধিক সহিংসতা ও মানহানির মামলা আলোচনায় আসে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে চলা এসব মামলায় দুজনেই আংশিকভাবে জয় ও পরাজয় দেখেছেন।

বিচ্ছেদের পর টেসলা ও এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে সম্পর্কে জড়ান অ্যাম্বার। যদিও যমজ সন্তানের পিতার নাম প্রকাশ করেননি তিনি, তবে নেটদুনিয়ায় জোর গুঞ্জন, ইলন মাস্কই হতে পারেন এই সন্তানের পিতা।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ