সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি স্টেশনারী দোকানে ঢুকে গেছে। সোমবার (১২ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলার কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেঘাই সরকারি মনসুর আলী কলেজ সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। এ সময় দোকানে কেউ ছিল না।
দোকানের মালিক শুভ লাইব্রেরি অ্যান্ড ফটোস্ট্যাটেরর স্বত্ত্বাধিকারী শুভ বলেন, দুপুরে দোকান বন্ধ করে আমি বাড়িতে যাই।
এরপর খবর পেয়ে এসে দেখি দোকানে বালুভর্তি ট্রাক ঢুকে সবকিছু ভেঙে ফেলেছে। এতে ওই দোকানে থাকা আলমিরা, শোকেস, টেবিল ভেঙে গেছে। আর দোকানে সিমেন্টের খুঁটি ও সাটার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ট্রাকটির নম্বর (ঢাকা মেট্রো-ট-১৬-৮৩৭২)।
চালক পলাতক রয়েছে। তবে মালিকের সঙ্গে কথা হয়েছে। তিনি নাটোর থেকে রওয়ানা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানি জানান, আমি দূর থেকে লক্ষ্য করছি বালুভর্তি ওই ট্রাকটি এলোমেলোভাবে সামনের দিকে আসছিল।
এক পর্যায়ে এসে শুভ লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে। এসময় জোরে শব্দ হয়। রাস্তার আশপাশের লোকজন ঘটনার পর পরই এগিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি সরানো হয়নি।
কাজিপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, খোঁজ নিয়েছি।
এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আরএ/টিএ