বলিউডের নবাব সাইফ আলির ছেলে ইব্রাহিম আলি একদম ছোট থেকেই লাইট, ক্যামেরা, অ্যাকশনের সঙ্গে পরিবারের সকলকে যুক্ত থাকতে দেখেছেন তিনি।তাই ইন্ডাস্ট্রির বিষয়ই তার জানা। তবে তিনি যখনই ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন, তাকে ঘিরে আগ্রহ বেড়েছে দর্শকের। হয়েছে আলোচনাও। বিভিন্ন সময় ট্রলিংয়েরও শিকার হয়েছেন তিনি।
তবে ছোটবেলাটা অনেক স্ট্রাগলের মধ্যে দিয়েই কেটেছে ইব্রাহিমের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইব্রাহিম তার ছোটবেলার নানা শারীরিক প্রতিবন্ধকতার কথা জানান। জন্মের সময়ে জন্ডিস থেকে শুরু করে শ্রবণশক্তি হারানো।
অনেকেই হয়ত জানেন না ইব্রাহিমের জীবনের এই পর্যায়ের কথা। ইব্রাহিমের কথায়, ‘জন্মের পরপরই আমার খুব খারাপ ধরনের জন্ডিস হয়েছিল। যা সরাসরি আমার মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আমি আমার শ্রবণশক্তি কিছুটা হারিয়ে ফেলেছিলাম এবং এর ফলে আমার কথা বলার ক্ষমতাও হ্রাস পায়।’
বছরের পর বছর ধরে স্পিচ থেরাপি নিতে হয়েছে ইব্রাহিম। প্রচুর চেষ্টাও করেছেন স্পষ্ট কথা বলার। ইব্রাহিম বলেন, ‘আমায় স্পষ্ট কথা বলার জন্য ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমি এখনও এই বিষয়টির উপর সত্যিই কঠোর পরিশ্রম করছি।’
এমআর\টিএ