বগুড়ার আদমদীঘি থানা পুলিশ রবিবার (১১ মে) রাতে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: ছামিউর রহমান শামীম (২৮), নসরতপুর ইউনিয়নের শাঁওইল বেগুনবাড়ী এলাকার বাসিন্দা, সাগর আকন্দ (২৭), একই এলাকার বাসিন্দা, শাহিনুর রহমান (৩৩), দত্তবাড়িয়া গ্রামের বাসিন্দা।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান এই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে দত্তবাড়িয়া গ্রামের শাহিনুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সোমবার সকালে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয় এবং আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।