দাবদাহে নদীর পানি দিয়ে কার্যালয় ঠান্ডা রাখছে জাতিসংঘ

জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী প্রতিনিয়ত উত্তপ্ত হয়ে উঠছে এবং মানুষের স্বাচ্ছন্দ্যের জন্য এসি ব্যবহারের পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। তবে, এই অবস্থায় জাতিসংঘ তাদের সদর দপ্তর ঠান্ডা রাখার জন্য একটি অভিনব পদ্ধতি বেছে নিয়েছে—নদীর পানি পাম্প করে ভবনের শীতলীকরণের কাজ করা হচ্ছে।

জাতিসংঘের সদর দপ্তরের নিচতলায় একটি শক্তিশালী পাম্প স্থাপন করা হয়েছে, যা প্রতি মিনিটে প্রায় ২৬ হাজার লিটার পানি টেনে আনছে পাশের ইস্ট রিভার থেকে। ফাইবার গ্লাস পাইপের মাধ্যমে পানি কমপ্লেক্সের কুলিং প্ল্যান্টে প্রবাহিত হয়, যা রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করে শীতল করা হয়। প্রধান প্রকৌশলী মাইকেল মার্টিনি জানান, এই প্রযুক্তি পুরনো হলেও এটি জ্বালানি সাশ্রয়ী। গ্রীষ্মকালে ইস্ট রিভারের পানি আশপাশের অন্য নদীগুলোর তুলনায় বেশ ঠান্ডা থাকে, আর এজন্যই সেখান থেকে পানি নিয়ে জাতিসংঘের সদর দপ্তরের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা হয়।

২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত জাতিসংঘের সদর দপ্তর ভবনটির সংস্কারের সময় পুরো কুলিং ব্যবস্থার আধুনিকায়ন করা হয়, যাতে দুটি আলাদা পানির সঞ্চালন প্রক্রিয়া রাখা হয়েছে। ব্যবহৃত পানি পুনরায় নদীতে ফেলা হলেও যাতে এটি দূষিত না হয়, তা নিশ্চিত করা হয়েছে।

জাতিসংঘের প্রধান কুলিং কর্মকর্তা ডেভিড লিন্ডসে বলেন, "আপনি যদি বাইরে থেকে জাতিসংঘের ভবনটির দিকে তাকান, কখনোই বুঝবেন না যে, এটি নদীর পানির মাধ্যমে শীতল করা হচ্ছে।"

এছাড়া, শুধু জাতিসংঘের সদর দপ্তর নয়, জেনেভা সদর দপ্তরও লেক জেনেভার পানি দিয়ে শীতল রাখা হয় এবং কোপেনহেগেনে ইউএন সিটি কমপ্লেক্সও সমুদ্রের ঠান্ডা পানি ব্যবহার করে শীতল হয়। বিশ্বের প্রায় ২০০ কোটিরও বেশি এয়ার কন্ডিশনার পরিবেশে ক্ষতি করছে, আর তাই পানিভিত্তিক কুলিং সিস্টেম একটি সম্ভাবনাময় বিকল্প হয়ে উঠছে।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইএই) তথ্যানুসারে, ১৯৯০ সাল থেকে পরিবেশ শীতল রাখতে বিদ্যুৎ বা জ্বালানির ব্যবহার তিনগুণ বেড়েছে, যা পরিবেশবান্ধব বিকল্পের প্রয়োজনীয়তাকে আরো বাড়িয়েছে। যদিও পানি দিয়ে কুলিং সিস্টেম একটি সময়োপযোগী পদ্ধতি, তবে এটি তেমন বিস্তার লাভ করেনি। জাতিসংঘের কুল কোয়ালিশনের সমন্বয়কারী লিলি রিয়াহি বলেন, এটি বাস্তবায়নের জন্য বিভিন্ন পক্ষের সমন্বয়, প্রযুক্তিগত সহায়তা এবং শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন।

এ ধরনের কুলিং ব্যবস্থা অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে, তবে বাজারে এটি জনপ্রিয় করার জন্য প্রচারণা প্রয়োজন বলে মন্তব্য করেন আন্তর্জাতিক ডিস্ট্রিক্ট এনার্জি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রব থরন্টন।

ফ্রান্সের প্যারিস শহরে ইতোমধ্যে সেইন নদীর পানি ব্যবহার করে ইউরোপের সবচেয়ে বড় পানিভিত্তিক কুলিং ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থায় ক্ষতিকর গ্যাসের ব্যবহার কম, লিক হওয়ার ঝুঁকি কম এবং গরম বাতাস ছড়ায় না, যা পরিবেশবান্ধব। তবে, ব্যবহৃত গরম পানি নদীতে ফিরে যাওয়ার কারণে তা জলজ প্রাণীদের জন্য ক্ষতিকর হতে পারে। তবে, লিলি রিয়াহি বলেন, "এই ঝুঁকি পারমাণবিক প্ল্যান্ট থেকে যে গরম পানি নদীতে ফেলা হয়, তার তুলনায় অনেক কম এবং তাপমাত্রা সীমিত রেখে এই সমস্যা সমাধান করা সম্ভব।"


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মেট্রোরেলের লাইনে পাওয়া গেল অবিস্ফোরিত দুই ককটেল Nov 21, 2025
img
মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ: চমক Nov 21, 2025
img
অপ্রত্যাশিত স্নেহ আর নতুন সম্পর্কের গল্পে নতুন সিরিজ ‘সিঙ্গেল পাপা’ Nov 21, 2025
img
ভূমিকম্পে শাহজালাল বিমানবন্দরের ড্রাইভওয়ের সিলিং ক্ষতিগ্রস্ত Nov 21, 2025
img
হতাহত বেশি ‘প্যানিকের কারণে’ : স্বাস্থ্য উপদেষ্টা Nov 21, 2025
img
সেমিফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ Nov 21, 2025
img
আজকের ভূমিকম্পের পর ভাবার কোনো কারণ নেই, আমরা অনেক নিরাপদ আছি: ডা. জাহিদ Nov 21, 2025
মুশফিকের সততম টেস্ট বাংলাদেশ ক্রিকেটকে গর্বিত করেছে : শামসুর রহমান শুভ Nov 21, 2025
ভূমিকম্পে ভবন ধস যা বললেন স্থানীয়রা Nov 21, 2025
img
সম্পর্কের বাস্তবতা নিয়ে অভিনেত্রী ইশার মন্তব্য Nov 21, 2025
img
গুয়াহাটি টেস্টে ভারত দলের অধিনায়ক ঋশাভ পান্ত Nov 21, 2025
img
নিলামকে গুরুত্ব দিচ্ছে না পাঞ্জাব, দল নিয়েই সন্তুষ্ট কর্তৃপক্ষ Nov 21, 2025
img
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বক্তব্যটি আইওয়াশ : মঞ্জুরুল আলম পান্না Nov 21, 2025
img
ভূমিকম্পের ঘটনায় জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা জেলা প্রশাসনের Nov 21, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ Nov 21, 2025
img
সামনে আরো বড় ভূমিকম্প হতে পারে, বিশেষজ্ঞের সতর্কবার্তা Nov 21, 2025
img
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যবস্থা, গুজবে কান না দিতে নাগরিকদের অনুরোধ Nov 21, 2025
img
২৪ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে ভারতের বিমান ঢোকা বন্ধ Nov 21, 2025
img
ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ Nov 21, 2025
img
বিএনপির হটকারিতার কারণে দেশ স্বৈরাচারী অবস্থার দিকে ধাবিত হচ্ছে: আকন্দ Nov 21, 2025