সিলেট আদালতে আত্মসমর্পণে আসা নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের ধাওয়া

সিলেটের জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগ, আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তারা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আদালতে আত্মসমর্পণ করতে এলে তাদের ধাওয়া করে উত্তেজিত জনতা।

সোমবার (১২ মে) দুপুর ১২টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মী সিলেটের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালতের বিচারক শেখ আশরাফুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, আত্মসমর্পণকারী জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা পাঁচটি মামলার আসামি। এর আগে উচ্চ আদালত থেকে তারা ৮ সপ্তাহের জামিনে ছিলেন। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন। তিনি বলেন, ‘জকিগঞ্জের পাঁচটি মামলায় ২৬ জন আসামি আজ (সোমবার) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’আত্মসমর্পণকারীরা বিভিন্ন মামলার আসামি বলে জানান তিনি।

এদিকে, আদালতে আত্মসমর্পণ করতে আসা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীকে আদালত এলাকায় ধাওয়া দেয় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ শক্ত অবস্থান নিয়ে জনতাকে সরিয়ে দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের ২৬ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
 
তিনি বলেন, ‘আদালত এলাকায় উত্তেজিত জনতা তাদের উপর হামলার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের সরিয়ে দেয়।’


এমআর\টিএ


Share this news on:

সর্বশেষ

কালুরঘাটে রেল ও সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ১৪ মে May 13, 2025
img
ভিসি অপসারণের দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষার্থীরা May 13, 2025
img
জন্মদিনে ছেলের কাছে নয়, শুটিং ফ্লোরে রাত ৩টে পর্যন্ত সোনালী May 13, 2025
img
বাসার ছাদে বোমা বিস্ফোরণে সিকিউরিটি গার্ড আহত May 13, 2025
img
পররাষ্ট্র সচিবসহ ৬ জনের পদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব May 13, 2025
img
রাজধানীর যে এলাকায় আত্মগোপনে ছিলেন মমতাজ May 13, 2025
img
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ গ্রেফতার ৩ May 13, 2025
img
সুন্দরবনের ১০ কিমির মধ্যে নতুন কারখানা স্থাপনে নিষেধাজ্ঞা May 13, 2025
img
কাতারের বোয়িং ৭৪৭ মার্কিন সরকারের ইতিহাসে অন্যতম দামি উপহার হতে পারে May 13, 2025
img
সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির May 13, 2025