আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ মে) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কক্ষে এই বৈঠক শুরু হয়।
এদিন সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছিলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত প্রজ্ঞাপন হওয়ার পর দলটির নিবন্ধন বাতিল প্রশ্নে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেছিলেন, ‘গণমাধ্যমের তথ্য শুনে সিদ্ধান্ত নেওয়া যাবে না।
প্রজ্ঞাপন হলে আমরা বসে সিদ্ধান্ত নেব। প্রজ্ঞাপনটা আসতে দেন। অবশ্যই ইলেকশন কমিশন এই দেশের জন্য কাজ করে। এ বিষয়ে আমরাও ইক্যুয়ালি কনসার্ন।
যখন আকাশে সূর্য উঠে যাবে, পরিষ্কার দেখতে পারবেন।’
বিকেলে প্রজ্ঞাপন জারির ঘণ্টাখানেক পর বৈঠকে বসে ইসি। এতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়টি প্রাধান্য পেতে পারে বলে ইসিতে আলোচনা রয়েছে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম আব্দুর রহমানেল মাছউদ ও সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।
আরএ/টিএ