বাবার উপর হামলার রাতে ঘুমোতে পারেননি ইব্রাহিম, ভাগ করে নিলেন অনুভূতি

বছরের শুরুতেই সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় শিউরে উঠেছিল বি-টাউন। রক্তাক্ত ও ছুরিকাহত অবস্থায় হাসপাতালে ছুটে গিয়েছিলেন বলি তারকা। সঙ্গে ছিল সইফের একরত্তি পুত্র তৈমুর আলি খান। সেই সময়ে বাবার সঙ্গে থাকতে না পারায় আক্ষেপ হয় জ্যেষ্ঠ পুত্র ইব্রাহিমের।

তবে খবর পেয়ে ছুটে যেতে দেরি করেননি তিনি। ঘটনার পরে বাবার সঙ্গে প্রথম কী কথা হয়েছিল, তা জানালেন ইব্রাহিম।

ইব্রাহিম তাঁর সাক্ষাৎকারে বলেন, “সেই রাতে আমি শুটিং করছিলাম। আর ও দিকে রাত আড়াইটে নাগাদ বাবার উপরে হামলা হয়। আমি খবর পাই ভোর সাড়ে পাঁচটায়। সেই রাতে আর ঘুম হয়নি। ছুটে গিয়েছিলাম খবর পেতেই।”

এফপি/টিএ

Share this news on: