১১ বার প্রত্যাখ্যানের পর সানি লিওনের কোলে নিশার আশ্রয়

বলিউডে পা রেখেছেন তাও প্রায় ১৪ বছর পার হয়েছে। তবুও এখনও ‘পর্ন তারকা’র তকমা জীবন থেকে মুছে ফেলতে পারেননি সানি লিওন। তবে সানি শুধুই কি অভিনেত্রী বা পর্ন তারকা?

না, ব্যক্তিজীবনে বর্তমানে তিনি ৩ সন্তানের মা তিনি। এক মেয়ে নিশা ও দুই ছেলে আশের ও নোয়া। এই তিন জনের মধ্যে দুই যমজ পুত্র আশের ও নোয়া সানি ও ড্যানিয়েলের জীবনে এসেছিল সারোগেসির মাধ্যমে।
অন্যদিকে নিশাকে মহারাষ্ট্রের লাতুর-এর এক অনাথ আশ্রম থেকে দত্তক নেন সানি লিওন। বর্তমানে ৩ সন্তানকে নিয়ে সানি-ড্যানিয়েলের সুখের সংসার।

অনেকেই হয়তো জানেন না নিশাকে সানি ও ড্য়ানিয়েল দত্তক নেওয়ার আগে ১১ জন দম্পতি প্রত্যাখান করেছিলেন। ২০১৭ সালের ২১ জুন আনুষ্ঠানিকভাবে নিশা সিং কৌর ওয়েবারকে দত্তক নেন সানি-ড্যানিয়েল। তখন শিশুকন্যাটির বয়স ছিল ২১ মাস। নিশা নামটিও তাদেরই দেওয়া।

সেসময় চাইল্ড অ্যাডপশন রিসোর্স এজেন্সি এর সিইও লেফটেন্যান্ট কর্নেল দীপক কুমার সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছিলেন, তাদের আগে সম্ভাব্য ১১ জন দম্পতি নিশার অভিভাবক হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কারণ ছিল শিশুটির গায়ের রং।

তিনি আরও বলেছিলেন, সানি এবং ড্যানিয়েল ওয়েব পোর্টালে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছিলেন এবং ২১শে জুন (২০১৭) তাদেরকে নিশাকে দত্তক নেওয়ার কথা বলা হয়। পরদিনই তারা নিশাকে গ্রহণ করেছিলেন।
‘আমরা সম্মান করি যে তারা নিয়ম ভাঙার চেষ্টা করেনি এবং অন্যান্য অভিভাবকদের মতো লাইনে দাঁড়িয়েছিলেন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য’।

সেসময় লাতুরের ওই অনাথ শ্রম জানিয়েছিল, দত্তক নেওয়ার ক্ষেত্রে দম্পতিরা সাধারণত শিশুদের জাত-পাত, ধর্ম, গায়ের রং, স্বাস্থ্য, ইত্যাদি দেখে তবেই দত্তক নেন। আর সেসবের কারণেই বারবার প্রত্যাখানের শিকার হচ্ছিল ছোট্ট নিশা।

তবে সানি এসবের পরোয়া না করে প্রথম দেখাতেই নিশাকে আপন করে নিয়েছিলেন। আইনিভাবে দত্তক নেওয়ার আগেই নিশাকে ফস্টার কেয়ারে রেখে ছিলেন এই দম্পতি।

ছোট্ট নিশা নাকি সেসময় অপুষ্টিতেও ভুগছিল। তবে এসবকিছু না দেখেই সানি ও ড্যানিয়েন তাকে সন্তান হিসাবে আপন করে নেন। এদিকে নিশাকে দত্তক নেওয়ার পরের বছরই সারোগেসির মাধ্যমে আরও দুই পুত্রসন্তানের মা হন অভিনেত্রী।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সৌদি আরবে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প May 13, 2025
img
পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের নতুন প্রধান কোচ মাইক হেসন May 13, 2025
img
কানের লাল গালিচায় ফিরছেন ঐশ্বরিয়া, আলিয়াও থাকছেন সঙ্গে May 13, 2025
img
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অস্থিতিশীলতার মূল কারণ কাশ্মির: দার May 13, 2025
img
পাক-ভারত সীমান্তে উত্তেজনায় ভারতের ৮ শহরে একাধিক ফ্লাইট বাতিল May 13, 2025
img
আজ পর্দা উঠছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের May 13, 2025
img
কুমিল্লায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের প্রাণ গেল May 13, 2025
img
বিরাট একটা গ্যাপ নিয়ে বাজেট করব না : অর্থ উপদেষ্টা May 13, 2025
img
ঢাকাসহ ৭ বিভাগে ঝড়-বৃষ্টি ও শিলা বৃষ্টির পূর্বাভাস May 13, 2025
img
নেতানিয়াহুর দেশকে উপেক্ষা করে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর May 13, 2025