৩০ বছর পর প্রিমিয়ার লিগে পিডব্লিউডি

ঘরোয়া ফুটবলে বেশ পুরনো নাম পিডব্লিউডি। দেশের এই সরকারি সংস্থা (গণপূর্ত অধিদপ্তর) স্বাধীনতা পরবর্তী সময় থেকে অদ্যবধি ফুটবলের সঙ্গে রয়েছে। সেই পিডব্লিউডি স্পোর্টস ক্লাব গতকাল বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগে লিটল ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়ে ৩০ বছর পর প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশীপ লিগ। এই লিগ থেকে শীর্ষ দু’টি দল প্রিমিয়ারে খেলে। গতকালের জয়ের পর পিডব্লিউডি পয়েন্ট ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট। সমান ম্যাচে আরামবাগের ৩৩ ও সিটি ক্লাবের ২৭ পয়েন্ট। লিগে ম্যাচ বাকি রয়েছে তিনটি। শেষ তিন ম্যাচ হারলেও পিডব্লিউডি’র দ্বিতীয় স্থান নিশ্চিত থাকছে। ফলে এই দলটির প্রিমিয়ারে খেলা নিশ্চিত।

গত বছর কয়েক ম্যাচ আগে প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংসকে বাফুফে ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ঘোষণা ও অভিনন্দন জানিয়েছিল। পিডব্লিউডি'র প্রিমিয়ার লিগে উঠা নিশ্চিত হলেও বাফুফে আনুষ্ঠানিক কিছু জানায়নি। দুই লিগে দুই রীতি বাফুফের। চ্যাম্পিয়নশীপ লিগের পয়েন্ট টেবিলও সাংবাদিকদের জোগাড় করে নিতে হয় নিজ উদ্যোগে। লিগ কমিটি গত বছর লিগের জন্য আলাদা ফেসবুক পেজ করলেও সেটার ধারাবাহিকতা এবার নেই। বাফুফের অফিসিয়াল পেজেই লিগের ফলাফল ও ছবি পোস্ট হয়। সেখানে প্রিমিয়ার লিগে প্রতি রাউন্ডের পর পয়েন্ট টেবিল থাকলেও চ্যাম্পিয়নশীপ লিগের অনিয়মিত।

পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের ফুটবল দলের ম্যানেজার ও সংস্থাটির উপ বিভাগীয় প্রকৌশলী ইফতেখার সাদ বলেন,‘আমরা গতবার দীর্ঘ সময় টেবিলের শীর্ষ ছিলাম এরপরও প্রিমিয়ার খেলতে পারিনি। এবার চ্যাম্পিয়ন এখনো নিশ্চিত না হলেও প্রিমিয়ার নিশ্চিত হয়েছে। সুনির্দিষ্ট ডকুমেন্ট নেই তবে যতটুকু জানি ১৯৯৩-৯৪ সালের পর আমরা আর ফুটবলের শীর্ষ স্তরে খেলতে পারিনি। সেই হিসেবে আবার ত্রিশ বছর পর পুনরায় প্রিমিয়ারে আসছে পিডব্লিউডি।’

স্বাধীনতা পরবর্তী সময় ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তর ছিল প্রথম বিভাগ লিগ। সেই লিগে নিয়মিত ছিল পিডব্লিউডি। নব্বইয়ের দশকে শুরুতে লিগের শীর্ষ স্তর করা হয় প্রিমিয়ার। প্রথম বিভাগ হয়ে যায় দ্বিতীয় স্তর। পিডব্লিউডি নব্বইয়ের দশক থেকে প্রথম বিভাগে নিয়মিত খেলে আসছে। ২০০৭ সালে প্রিমিয়ার লিগকে পেশাদার লিগের মোড়কে নতুন করে শুরু করা হয়। সেই লিগের চার বছর পর দ্বিতীয় স্তর হিসেবে চ্যাম্পিয়নশীপ লিগ চালু হয় ২০১১-১২ মৌসুম থেকে। তখন প্রথম বিভাগ লিগ আরো এক ধাপ পিছিয়ে তৃতীয় স্তরে পরিণত হয়। পিডব্লিউডি প্রথম বিভাগ থেকে গত ২-৩ মৌসুম চ্যাম্পিয়নশীপ লিগে খেলছে। সামনের মৌসুমে প্রিমিয়ারে খেলবে।

বিগত সময়ে অনেক দলই চ্যাম্পিয়নশীপ লিগ থেকে প্রিমিয়ারে উঠে খেলেনি। কারণ প্রিমিয়ারে দল গড়তে ন্যূনতম ৩-৪ কোটি টাকা ব্যয় হয় পাশাপাশি সারা বছর খেলতে ও ক্যাম্প পরিচালনায় আরো কোটির উপর ব্যয়। পিডব্লিউডি প্রিমিয়ারে খেলতে বদ্ধ পরিকর,‘ আমাদের ক্লাবের সৃষ্টি ১৯৫৪ সালে। প্রিমিয়ার লিগে খেলতে নিবন্ধন ও কিছু আনুষ্ঠানকিতা প্রয়োজন। যা আমরা আজ থেকেই শুরু করেছি। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রিমিয়ারে দল গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে’-বলেন ম্যানেজার ইফতেখার।

গণপূর্ত অধিদপ্তরের (পাবলিক ওয়ার্কস ডেভলপমেন্ট) অধীনস্থ একটি ক্রীড়া ক্লাব পিডব্লিউডি। একটা নির্বাহী কমিটির মাধ্যমে এই ক্রীড়া দল পরিচালিত হয়। ফুটবলের পাশাপাশি দেশের আরেক শীর্ষ খেলা হকিতেও অংশগ্রহণ করে এই অফিসের দল। হকিতে প্রথম বিভাগে খেলে পিডব্লিউডি।

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
যুদ্ধের জন্য অবসর ঘোষণা পিছিয়ে দিতে বলা হয় কোহলিকে! May 13, 2025
img
ফাইনালের টিকিট পেয়ে হামজা বললেন, ‘দেখা হবে ওয়েম্বলিতে’ May 13, 2025
img
‘বাংলাদেশ-ভারতে ২৪ থেকে ২৬ মে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি’ May 13, 2025
বদলি হজ কে করতে পারবে | ইসলামিক জ্ঞান May 13, 2025
img
পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে : আইজিপি May 13, 2025
ধার করে বাজেট বাস্তবায়ন করতে চায় না সরকার May 13, 2025
আদালতে ক্যামেরার আড়ালে থাকার চেষ্টা মমতাজের May 13, 2025
img
২৯ কোটি টাকার সম্পদ : মাতারবাড়ী পাওয়ারের পিডি জাহাঙ্গীরের নামে মামলা May 13, 2025
img
চাঁদা না দেওয়ায় রাজধানীর গুলশানে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি May 13, 2025
img
পুতিন-জেলেনস্কির বৈঠকের আগে রাশিয়াকে যে হুমকি দিল ইউরোপ May 13, 2025