‘২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোহলি-রোহিত খেলবেন না’

ক্রিকেটের দুই ফরম্যাট টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডেতে এখনো খেলছেন বিরাট কোহলি। দীর্ঘ দিনের সতীর্থ রোহিত শর্মাও শুধু ওয়ানডে ক্রিকেটে আছেন। ধারণা করা হচ্ছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলে বিদায় জানাতে পারেন তারা। কিন্তু সুনীল গাভাস্কার তেমনটা মনে করছেন না।
 
একদিনের বিশ্বকাপের এখনও দু’বছর বাকি। পাঁচদিনের ব্যবধানে রোহিত এবং কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তারা দু’জনে একসঙ্গে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।

একদিনের ক্রিকেটে যদিও দুজনই এখনও খেলছেন। ২০২৩ সালের বিশ্বকাপেও ফর্মে ছিলেন রোহিত-কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রান পেয়েছিলেন। কিন্তু ২০২৭ সালের বিশ্বকাপের দলে তাদের দেখছেন না গাভাস্কার।
 
ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বলেন, “একদিনের ক্রিকেটে ওরা দুর্দান্ত। নির্বাচকরা নিশ্চয়ই ২০২৭ সালের বিশ্বকাপের দল নিয়ে ভাববেন। কিন্তু ওরা কি সেই বিশ্বকাপ খেলতে পারবে? এখন যেমন খেলছে, ওরা তখন কি খেলতে পারবে? নির্বাচকদের সেটাই বুঝতে হবে। যদি নির্বাচকরা ভাবেন রোহিত-কোহলিরা পারবে, তবেই সুযোগ দেওয়া হবে।

আমার মনে হয় না ওরা খেলবে। তবে আগামী বছর যদি দুর্দান্ত ফর্মে থাকে, একের পর এক শতরান করতে থাকে, তাহলে ঈশ্বরও ওদের দলের বাইরে রাখতে পারবে না।”
 
২০২৭ সালের বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০ বছর। কোহলির হবে ৩৮ বছর। রোহিতের ফিটনেস নিয়ে একটা প্রশ্ন থাকবে। আইপিএলে তিনি শুধু ব্যাট করছেন, সেভাবে ফিল্ডিংয়েও দেখা যায়নি। কোহলির ফিটনেস নিয়ে প্রশ্ন না উঠলেও শুরুর দিকে ইনিংস ধরতে তার সমস্যা হচ্ছে।কোহলির হঠাৎ অবসর নেওয়ার সিদ্ধান্তে যদিও অবাক হননি গাভাস্কার।

তিনি বলেন, “একজন খেলবে কি খেলবে না, সেটা নির্ভর করে সম্পূর্ণ তার ওপর। তবে আমি অবাক হইনি। অস্ট্রেলিয়ায় যা হয়েছে তারপর বড় পরিবর্তন হতোই। তাই ওর নেওয়া সিদ্ধান্ত দেখে আমি অবাক হইনি।”

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
স্ত্রীর বিদেশ গমনে বাধা, যা বলছেন আন্দালিব পার্থ May 13, 2025
img
আমরা কেন প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে পারব না : রিজওয়ানা May 13, 2025
img
স্টোরিতে পাকিস্তানি গান, তীব্র কটাক্ষের মুখে কঙ্গনা May 13, 2025
img
অনু মালিককে ‘পাগল’ বললেন অভিজিৎ May 13, 2025
img
জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না : আশিক চৌধুরী May 13, 2025
img
বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশার উৎপাদন ওয়ার্কশপ-চার্জিং পয়েন্ট May 13, 2025
img
যুদ্ধের জন্য অবসর ঘোষণা পিছিয়ে দিতে বলা হয় কোহলিকে! May 13, 2025
img
ফাইনালের টিকিট পেয়ে হামজা বললেন, ‘দেখা হবে ওয়েম্বলিতে’ May 13, 2025
img
‘বাংলাদেশ-ভারতে ২৪ থেকে ২৬ মে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি’ May 13, 2025
বদলি হজ কে করতে পারবে | ইসলামিক জ্ঞান May 13, 2025