লজ্জায় মুখ লুকাতে হয়েছে আমাদের মতো শিল্পীদের: ওমর সানী

অভিনয়ে এখন সরব না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ওমর সানী। প্রায়ই বিভিন্ন খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।এরমধ্যে আরেক অভিনেতা অমিত হাসান সোশ্যালে এক পোস্টে লেখেন, ‘শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই।’ সেই পোস্টে সমর্থন দিয়ে ওমর সানী লেখেন, ‘একদম সত্যি, ভালো বলছিস।
 
এরপর গণমাধ্যমে কথা বলার সময় শিল্পী সমিতি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওমর সানী বলেন, ‘জায়েদ খান সমিতিতে এসে যা ইচ্ছা তাই করেছে। নিপুণ জোর করে দায়িত্ব পালন করেছে। শিল্পী সমিতি ঘিরে কোটি টাকার খেলা হয়েছে।

সঙ্গে ছিল নানা রকম নোংরামি। এমন দুরবস্থা কোনো দিন কল্পনাও করিনি। এসব দেখে আমাদের মতো শিল্পীদের লজ্জায় মুখ লুকাতে হয়েছে।বলতে পারেন, শিল্পী হিসেবে আমাদের একরকম মেরে ফেলা হয়েছে।
 
সমিতি থেকে তার সদস্যপদ বাতিল করে দেওয়ার জন্যও বলেন তিনি। তার ভাষ্যে, ‘আমি চাই, সমিতি থেকে আমার সদস্যপদ বাতিল করে দেওয়া হোক। নির্বাচনের সময় আমাকে ও মৌসুমীকে ঘিরে নানা প্রশ্ন ওঠে, যা খুবই বিব্রতকর।’

সব শেষে তিনি বলেন, ‘আমরা মরে গেলে সব শেষ। তখন শিল্পী সমিতি শুরু হবে ডি গ্রেড শিল্পী দিয়ে, আগে যেটা ছিল এ প্লাস ক্যাটাগরির।

এমআর/টিএ


Share this news on: