টাকা-পয়সা থাকলে শাকিব খানকে টার্গেট করতাম : লায়লা

বিনোদনের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত টিকটক এখন অনেক বাংলাদেশি নাগরিকের জন্য হয়ে উঠছে এক অদ্ভুত ও বিতর্কিত মাধ্যম। বছরজুড়েই নানা কর্মকাণ্ডের কারণে সমালোচনায় থাকেন দেশের বেশিরভাগ টিকটকার। তাদের মধ্যে অন্যতম প্রিন্স মামুন ও তার স্ত্রী লায়লা। এই জুটিকে ঘিরে আলোচনা-সমালোচনা যেন প্রতিদিনের ঘটনা। বিচ্ছেদ ও মামলার বিতর্ক পেরিয়ে তারা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।

লায়লার করা মামলায় কারাবরণ শেষে জামিনে মুক্তি পান মামুন। জামিনের পর তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলেও তা স্থায়ী হয়নি। হঠাৎ করেই শুরু হয় নতুন করে বিবাদ।

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও। সেখানে দেখা যায়, অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন তারা। শুধু তাই নয়, টিকটকার মামুনকে একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যায় বলে দাবি করেছেন লায়লা।

রোবাবার (১১ মে) মধ্যরাতে ‘লিংক ভাইরাল হওয়ার পর মামুনকে নিয়ে এটাই লায়লার শেষ কথা’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে লায়লাকে বলতে শোনা গেছে, সব সময় আপনারা আমাকে খারাপ চোখে দেখেছেন। আপনারা মনে করেন আমিই ভিলেন। কিন্তু বলে রাখি একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে কখনও আটকে রাখা যায় না। কেন আমাকে খারাপ বানানো হয়?

তিনি যোগ করেন, আমি মামুনকে নেশা করতে বাধা দেই, মদ না খাওয়ার জন্য বলি আর মেয়েদের সঙ্গে নষ্টামি করতে নিষেধ করি। এই তিন কারণে আমাকে খারাপ বানানো হয়েছে, হয় এবং আগামীতেও হবে! এই তিনটি কারণে ২০২৩ সালে আমাকে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছিল। 

আলোচিত এই টিকটক অভিনেত্রী ভিডিও বার্তায় দাবি করেছেন, প্রিন্স মামুন আমার পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করেছে। তারপরও কোনো অভিযোগ করিনি। সে (মামুন) আমার কাছ থেকে অনেক গুলো টাকা নিয়েছে। তাছাড়া গাড়ি, বাড়ি কিনে দিতে হবে সেইজন্য গতকাল সকালে সে আমার বাসায় অনুপ্রবেশ করে গালিগালাজ করে।

ওই ভিডিও বার্তায় নিজের ভালোবাসা কথাও জানান লায়লা। তার ভাষ্য, আমি তাকে অন্ধের মতো ভালোবাসতাম। অন্ধের মতো বিশ্বাস করতাম। ও যদি বলে এইটা ডান দিক তাহলে আমি ধরে নিতাম এটাই ডান দিক। যদি বলে বাম দিক তাহলে বাম দিক। আল্লাহ ভালো জানে আমি মামুনকে কতটা ভালোবাসতাম। আমি তাকে ভালো রাখতে চেয়েছিলেন।

তার দাবি, মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন মামুন। তবে এই অভিযোগ মেনে নিতে নারাজ মামুন। উল্টো তার দাবি, মাদকাসক্ত লায়লাও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। 

শুধু তাই নয় মামুন আরটিভিকে আরও বলেন, সত্যি বলতে আমি এখন একদম অসহায়। একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসাচ্ছে লায়লা। বাচ্চা নষ্টের কথা বলছে এটাও পুরো মিথ্যা। এতোদিন তো এইসব বলে নাই তাহলে আজকে কেন হুট করেই এইসব বলছে? শুধু তাই নয় টাকা খরচ করে মিথ্যা বিয়ের কাগজ পত্র বানিয়ে সবাইকে দেখাচ্ছে। দিনের পর দিন ও আমাকে ব্ল্যাকমেইল করেই যাচ্ছে।

বার বার মিথ্যা মামলা দিয়ে বার বার আমাকে হয়রানি করছে উল্লেখ করে তিনি বলেন, একজন মহিলা হিসেবে যত ধরনের সুবিধা  নিচ্ছে লায়লা। বারবার মালমার হুমকি দিয়ে শারীরিক চাহিদা মেটাতো তার। এমন কি আত্মহত্যার হুমকিও দিতো আমাকে ফাঁসানো জন্য। 

মামুন আরও বলেন, লায়লা আমাকে ব্যবহার করতো। আমাকে তার কথা মত চলতে আইনি রাস্তা ছাড়াও যা যা করা দরকার সব করতো। আমি আসলে সত্যি খুব অসহায় হয়ে পড়েছি।

এদিকে লায়লা দেশের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, প্রথম কথা হলো আমার টাকা থাকলে আমি শাকিব খানকে টার্গেট করবো, টিকটকার প্রিন্স মামুনকে আমি কেনো টার্গেট করবো? এই টিকটকারের সঙ্গে সম্পর্ক হওয়ার পর আমার বদনাম, সম্মানহানি ছাড়া আর কিছুই হয়নি। এই ধরণের ছেলেরা আমাদের মত মহিলাদের দেখে দেখে টার্গেট করে।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
সাম্য হত্যাকাণ্ড: পরিচয় মিলেছে গ্রেফতারকৃত ৩ জনের May 14, 2025
img
শিলাবৃষ্টির পূর্বাভাস, অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ May 14, 2025
জুলাই-আগস্টের ঘটনা: অনুশোচনা প্রকাশ শাহজাহান খানের May 14, 2025
আওয়ামী লীগের কর্মকাণ্ড ব্যান করায় ভারতের উদ্বিগ্ন May 14, 2025
img
না ফেরার দেশে পাড়ি জমালেন অস্কারজয়ী নির্মাতা রবার্ট বেন্টন May 14, 2025
হযবরল পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদায় নিচ্ছেন জসীম উদ্দিন! May 14, 2025
img
১৫ মে থেকে চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপিতে চালু হচ্ছে অনলাইন জিডি May 14, 2025
img
নিজে দায়িত্ব নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করব : আসিফ মাহমুদ May 14, 2025
img
কালুরঘাট ব্রিজে আমার অনেক স্মৃতি: প্রধান উপদেষ্টা May 14, 2025
img
আইপিএলের বাকি ম্যাচগুলোতে নাচ-গান বাদ দিতে বললেন সুনীল গাভাস্কার May 14, 2025