পুতিনের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের সহায়তা চাইলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার তুরস্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন। তিনি অভিযোগ করেছেন, যুদ্ধ শেষ করার জন্য আলোচনায় বসার বিষয়ে পুতিন ‘আন্তরিক নন’।

কিয়েভ থেকে এএফপি জানায়, এর আগের দিন সোমবার পুতিন রাশিয়া ও ইউক্রেন সরাসরি আলোচনার সম্ভাবনার ইঙ্গিত দিলেও মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো ক্রেমলিন জেলেনস্কির তুরস্কে বৈঠকের আহ্বানের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ট্রাম্প এই বৈঠকের ধারণাকে স্বাগত জানিয়েছেন এবং জানিয়েছেন, প্রয়োজনে তিনি নিজেও সেখানে যেতে পারেন।

কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, 'আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে যোগ দিতে। আমি জানি না তিনি কী সিদ্ধান্ত নেবেন, তবে যদি তিনি অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন, তাহলে আমি মনে করি এটি পুতিনকে আসতে আরও উৎসাহিত করবে।'

তিনি আরও বলেন, 'আমরা এই বৈঠক যাতে হয় তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।' তবে তার দাবি, পুতিন যুদ্ধ থামানো বা আলোচনায় বসার কোনো সদিচ্ছা দেখাচ্ছেন না।

জেলেনস্কি বলেন, 'আমি বিশ্বাস করি, পুতিন যুদ্ধ থামাতে চান না, যুদ্ধবিরতিতে যেতে চান না, আলোচনাতেও বসতে চান না।'

এদিকে, বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান করলে মস্কোর ওপর যুক্তরাষ্ট্র যেন সর্বোচ্চ কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, সেই আহ্বান জানিয়েছে কিয়েভ।

সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, 'এটি হওয়া উচিত নিষেধাজ্ঞার সবচেয়ে শক্তিশালী প্যাকেজ।'

তিনি আরও বলেন, যদি পুতিন বৈঠকে না আসেন, তাহলে সেটি হবে 'একটি স্পষ্ট বার্তা যে তারা যুদ্ধ শেষ করতে চায় না, এবং এ ব্যাপারে কোনো উদ্যোগও নিচ্ছে না।'

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পিএসএলে দল পেলেন সাকিব May 14, 2025
img
সাম্য হত্যা: বৃহস্পতিবার অর্ধদিবস বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় May 14, 2025
img
ভারতের হামলায় ১৩ পাক -সৈন্য নিহত : আইএসপিআর May 14, 2025
img
বিশ্বনেতাদের মধ্যে শান্তির জন্য মধ্যস্থতার প্রস্তাব পোপ লিও’র May 14, 2025
img
দোহায় ট্রাম্প ও কাতারের আমিরের সাথে দেখা করবেন মুকেশ আম্বানি May 14, 2025
img
চাকুরিচ্যুত সেনাসদস্যদের ধৈর্য ধরার আহ্বান,আইএসপিআর এর বিবৃতি May 14, 2025
img
মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট May 14, 2025
img
ফার্স্টলুকে নেই মিশু! ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ নিয়ে জল্পনা তুঙ্গে May 14, 2025
img
কন্নড় গান বিতর্কে সোনু নিগম,কর্নাটক হাই কোর্টে আইনি লড়াই May 14, 2025
img
হতাশাজনক মৌসুম, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করল ম্যানইউ May 14, 2025