‘অপারেশন সিঁদুর উদযাপন করতে আপনাদের স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটাব’

গত কয়েক দিনের মধ্যে তৃতীয়বারের মতো ভারতের জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আইপিএলের পরিবর্তিত সূচিতে তিনটি ম্যাচ হওয়ার কথা এই স্টেডিয়ামে। তবে তার আগে এমন হুমকি চিন্তা বাড়িয়েছে বিসিসিআইয়ের।

গত ৮ এবং ১২ মে রাজস্থান ক্রীড়া সংস্থার কাছে ইমেইল বার্তায় হুমকি এসেছিল। যেখানে বলা হয়, জয়পুরের এই স্টেডিয়াম উড়িয়ে দেবে। জানানো হয়েছিল, এই স্টেডিয়ামে বোমা রাখা আছে। ১৩ মে, মঙ্গলবার দুপুরে আবারও একটি ইমেইল আসে। সেটি পাওয়ার পর পুরো স্টেডিয়াম তল্লাশি করে পুলিশ। প্রথম দুইবারের মতো এ বারও একই হুমকি দেওয়া হয়েছে।

রাজস্থান রাজ্য ক্রীড়া সংস্থার প্রধান নীরাজ কে পবন জানিয়েছেন, 'স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। ফলে সমর্থকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া যায়, তার জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে।'

২৮ মে রাজস্থান বনাম পাঞ্জাবের খেলা রয়েছে জয়পুরে। এর পর পাঞ্জাব বনাম দিল্লি এবং পাঞ্জাব বনাম মুম্বইয়ের খেলাও এখানে হবে।

গত ৮ মে সকাল ৯টার দিকে প্রথম হুমকি ইমেইল পাঠানো হয়েছিল। সেখানে লেখা ছিল, 'অপারেশন সিঁদুরের সাফল্য উদ্‌যাপন করতে আমরা আপনাদের স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটাব। যদি পারেন সবাইকে বাঁচিয়ে দেখান।'

পুলিশ জানিয়েছিল, ‘পাকিস্তান জেকে ওয়েব’ নামে একটি ইমেইল আইডি থেকে মেইলটি এসেছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ