উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপের ঘটনাকে "ন্যাক্কারজনক ও অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত। বুধবার (১৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বলেন, "এটি কোনোভাবেই প্রতিবাদের ভাষা হতে পারে না। তীব্র নিন্দা জানাচ্ছি। রাজনৈতিক অঙ্গনে দ্রুত বর্ধনশীল অসহিষ্ণুতা আমাদেরকে দীর্ঘ মেয়াদে ভোগাবে" ।
ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে লংমার্চ শুরু করেন। পুলিশের বাধার মুখে তারা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থান নেন এবং বৃষ্টির মধ্যেও সড়ক না ছেড়ে আন্দোলন চালিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপদেষ্টা মাহফুজ আলম শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় অংশ নেন। আলোচনার এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীদের মধ্য থেকে একজন মাহফুজ আলমের মাথায় পানির বোতল নিক্ষেপ করেন, যার ফলে তিনি বক্তব্য থামিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ।
এসএস