শান্তি আলোচনায় অংশ নিতে তুরস্কে রাশিয়ার প্রতিনিধি দল

তুরস্কে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা আবারও শুরু হয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, রাশিয়ার একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ইস্তাম্বুলে পৌঁছেছে। একই দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার প্রতিনিধি দলও আংকারার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়েছেন এক ইউক্রেনীয় কর্মকর্তা।

রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি।

দলটিতে আরো তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা ও চারজন বিশেষজ্ঞ রয়েছেন। পুতিন নিজে না থাকায় পশ্চিমা নেতারা প্রশ্ন তুলেছেন, রাশিয়া আদৌ শান্তি চায় কি না।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি সরাসরি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন এবং পরে পুতিনের অপেক্ষায় থাকবেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক স্পষ্ট করে বলেছেন, ‘জেলেনস্কি কেবল পুতিনের সঙ্গেই আলোচনায় বসবেন।’

এখনও নিশ্চিত নয়, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে আলোচনা কখন এবং কোথায় হবে। ধারণা করা হচ্ছে, জেলেনস্কি ও এরদোয়ানের বৈঠকের পর তা স্পষ্ট হবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, আলোচনা একটি প্রেসিডেন্ট কার্যালয়ে হওয়ার কথা। রাশিয়া যুদ্ধবিরতির পরিবর্তে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে।

বুধবার রাতে পুতিন রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা রাশিয়াকে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানালেও, পুতিন তা প্রত্যাখ্যান করেন।

এই আলোচনাকে ২০২২ সালের যুদ্ধের শুরুতে ইস্তাম্বুলে হওয়া আলোচনার ‘পুনরায় সূচনা’ হিসেবে দেখছে মস্কো। তবে ইউক্রেন বলছে, রাশিয়ার প্রস্তাবগুলো বাস্তবসম্মত নয়, বরং একতরফা চাপ।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ‘তিন বছরের দুঃসহ যুদ্ধের পর এখন এক নতুন সুযোগ এসেছে। আমরা আশা করছি, ইস্তাম্বুলের আলোচনা একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।’

এদিকে, ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ও সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে। তবে ইউক্রেনের দাবি, এখন পর্যন্ত রাশিয়া গঠনমূলক পদক্ষেপ নেয়নি।

ফ্রান্স, ফিনল্যান্ডসহ ইউরোপীয় নেতারাও আলোচনার পক্ষে ও যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে একটি চেয়ার খালি পড়ে আছে—ভ্লাদিমির পুতিনের চেয়ার। এটা প্রমাণ করে, শান্তি আলোচনায় অনাগ্রহী পক্ষ একমাত্র রাশিয়াই।’ পশ্চিমা বিশ্ব সতর্ক করে বলেছে, আলোচনা অগ্রসর না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আসতে পারে।

সূত্র : এপি

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ফরিদপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Sep 15, 2025
img
ঢাবিতে দোকানদারকে জরিমানা করল ভিপি, প্রক্টর বলছেন, 'এখতিয়ার নেই' Sep 15, 2025
img
রাকসু নির্বাচনকে কেন্দ্র করে রাবিতে ২ দিন ক্লাস-পরীক্ষা স্থগিত Sep 15, 2025
img
চাকসু নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করল ছাত্রদল প্যানেল Sep 15, 2025
img
বিবিএসের নাম পরিবর্তনসহ ব্যাপক সংস্কারের আহ্বান Sep 15, 2025
img
শরৎচন্দ্রের সমাজ ভাবনা: আজও কেনো প্রাসঙ্গিক? Sep 15, 2025
img
ফের গ্রেপ্তার দেবীদ্বার পৌরসভার মেয়র শামিম Sep 15, 2025
img
তোমারে নিয়ে তেমন প্যারা নাই, জুমাকে বললেন এস এম ফরহাদ Sep 15, 2025
img
শাকিব খানের প্রশংসায় আবেগঘন পোস্ট কোনালের Sep 15, 2025
img
নেপালের রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশি পাট রপ্তানিতে ধস! Sep 15, 2025
img
ক্যাটরিনার ঘরে আসছে নতুন অতিথি, জানা গেল দিনক্ষণ! Sep 15, 2025
বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হচ্ছে চীনের দেওয়া ২০টি ইঞ্জিন Sep 15, 2025
img
পুলিশকে অতীতের নির্বাচনী কালিমা থেকে বের হতে হবে : ডিএমপি কমিশনার Sep 15, 2025
img

রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড

১৩ দিনে প্রবাসী আয় ১৩০ কোটি ৬০ লাখ ডলার Sep 15, 2025
img
লালন শাহকে সারা বিশ্বে পরিচিত করেছেন ফরিদা পারভীন : ফরহাদ মজহার Sep 15, 2025
img
ইন্টারনেট সেনসেশনের ভাইরাল আহমদ শাহ’র ছোট ভাই আর নেই Sep 15, 2025
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন? Sep 15, 2025
মণিপুরে মোদির সফর ঘিরে বিক্ষোভ Sep 15, 2025
শিল্প বাণিজ্যের সম্ভাবনা নিয়ে জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিকদের সাক্ষাৎ Sep 15, 2025
এরদোয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল তুরস্ক Sep 15, 2025