ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত কেমন আছেন?

বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। তার অভিনয়, নাচ, স্টাইল স্টেটমেন্টের বহু ভক্ত রয়েছে। তবে ভক্ত-অনুরাগীদের জন্য রয়েছে দুঃসংবাদ। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ফুসফুসের ফোর্থ স্টেজ ক্যানসারে ভুগছেন সঞ্জয় দত্ত।

শারীরিক পরস্থিতির বিষয়ে কথা বলেছেন সঞ্জয়ের বোন, প্রাক্তন সাংসদ প্রিয়া দত্ত। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমার মনে হয়, অন্য কারো সমস্যা আমাদের কাছে আরও বেশি সমস্যার হয়। তবে আমরা দুঃসময় কাটিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরেছি।’

তিনি আরও ‍বলেন, ‘আমার ভাই এমন একজন মানুষ যে, যা হবে সব সামলে নেয়। আপনি ওকে বেশিদিন দমিয়ে রাখতে পারবেন না। ও উঠে দাঁড়াবেই।’

ইন্ডিয়ান আইডল সিজন ১৪-এর মঞ্চে অতিথি হয়ে এসে কীভাবে ক্যানসার থেকে সেরে উঠেছেন সেকথা শেয়ার করেছিলেন সঞ্জয় দত্ত। অভিনেতা জানান, সে সময়ে তার ক্যানসারের চতুর্থ স্টেজ ছিল। কিন্তু মারণরোগ তাকে দমিয়ে রাখতে পারেনি। এমনকি অসুস্থতাকে সঙ্গে নিয়েই নিজের সমস্ত কাজ শেষ করেছেন সঞ্জয়।

ওই অবস্থাতেই ‘KGF: Chapter 2’ ও শামশেরা ছবির কাজও শেষ করেছিলেন তিনি। কেমোথেরাপি প্রথমে নিতে চাননি। পরে সন্তানদের কথা ভেবে এক মিনিট কেঁদে ফেলেছিলেন।

২০২০ সালে সঞ্জয়ের ফুসফুসে চতুর্থ স্তরের ক্যানসার ধরা পড়ে। তার কয়েক মাস পরে, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘আমার ছেলে-মেয়েদের সব থেকে ভালো উপহার দিতে চলেছি। নিশ্চিত ভাবে বেঁচে ফিরব আমি।’

এসএন 

Share this news on:

সর্বশেষ