পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেন্টরের পদ ছাড়লেন শোয়েব মালিক। সপ্তাহ দুয়েক আগেই বোর্ডকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। যদিও তার চুক্তির মেয়াদ ছিল আরো দুই বছর।
গত আগস্টে মালিকসহ মোট পাঁচজনকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি। মাসিক ৫ লাখ পাকিস্তানি রুপি বেতন পেতেন তিনি। তবে সম্প্রতি ব্যক্তিগত ব্যস্ততায় বোর্ডকে সময় দিতে পারছেন না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মালিক।
মালিক বলেন, 'এই সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না। তবে অন্যান্য জায়গায় আমার যে ব্যস্ততা, সেসব ভাবনায় রেখে মনে হয়েছে, পাকিস্তানের ক্রিকেট এবং আমার অন্যান্য দায়িত্ব ও ব্যক্তিগত প্রাধান্যের কাজগুলো, কোথাও নিজের সেরাটা দিতে পারব না এতগুলো কাজ একসঙ্গে চালিয়ে গেলে।'
পিসিবির দায়িত্ব ছাড়ার এটিই উপযুক্ত সময় বলে মনে করছেন মালিক। গত এক বছর বোর্ডের সঙ্গে কাজ করে তৃপ্তি পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি। বিশেষ করে, তরুণ ক্রিকেটারদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ উপভোগ করেছেন তিনি।
মালিক বলেন, 'সবার প্রতি ন্যায্য মনোভাব বজায় রাখতে এটিই পালাবদলের উপযুক্ত সময় মনে হয়েছে আমার। পাকিস্তানের সবচেয়ে প্রতিভাবান কিছু ক্রিকেটারের সঙ্গে কাজ করতে পারা ছিল আমার জন্য দারুণ তৃপ্তিদায়ক অভিজ্ঞতা, যা লালন করব সবসময়।'
পিসিবির মোট ৫ জন মেন্টরের একজন ছিলেন মালিক। বাকিরা হলেন ওয়াকার ইউনিস, সাকলাইন মুশতাক, মিসবাহ-উল-হাক ও সরফরাজ আহমেদ। তিন বছরের চুক্তিতে যুক্ত হয়েছিলেন সবাই। মালিক ছাড়া বাকি চারজন এখনো কাজ করছেন।
এসএন