'তালা খুলে তোমাদের হাতে দিলাম, অন্যায় পেলে আবার তালাবদ্ধ করে দিও'

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য ড. মো. তৌফিক আলম দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে তিনি যোগদান করে দায়িত্ব বুঝে নেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক ফয়সাল মাহমুদ রুমি। তিনি বলেন, উপাচার্য স্যার দুপুরে ক্যাম্পাসে পৌঁছান। বিকেলে তিনি দাপ্তরিকভাবে যোগদান করেন।

যোগদানের পরপরই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপাচার্য ড. মো. তৌফিক আলম। তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছে সরকার। আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করবো বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে। বিশ্ববিদ্যালয়টির মান-মর্যাদা এবং র‌্যাংকিয়ে যেন আরও এগিয়ে যায় সে ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একই সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে সে ব্যাপারে সচেষ্ট থাকবো।

উপাচার্য বলেন, আমি যেহেতু বরিশালের বাইরে থেকে এসেছি প্রথমে আমার জানা দরকার বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সর্ম্পকে। আমি সিদ্ধান্ত নিয়েছি বিভাগভিত্তিক সকলকে নিয়ে বসবো। বসলে সমস্যাগুলো চিহ্নিত হবে। সমস্যা চিহ্নিত হলে সমাধান হবেই।

শিক্ষার্থীদের বিরুদ্ধে পূর্ববর্তী উপাচার্যের দায়ের করা মামলা প্রত্যাহার করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, মামলা-জিডি কীভাবে হয়েছে আমি জানি না। এ ব্যাপারে খুব দ্রুত যেন সমাধানে আসা যায় সে ব্যাপারে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করব।

এর আগে দুপুরে ক্যাম্পাসে এসে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা জানান এবং প্রশাসনিক ভবনের তালা খুলে দেন। দায়িত্ব গ্রহণের পর উপাচার্যের বাসভবনের তালা নিজ হাতে খোলেন উপাচার্য। এ সময় তালা ও শিকল খুলে শিক্ষার্থীদের হাতে দিয়ে উপাচার্য বলেন, এই তালা ও শিকল তোমাদের হাতে দিলাম। আমার মাধ্যমে কোনো অন্যায় পেলে আবার তালাবদ্ধ করে দিও।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ২৯ দিনের টানা আন্দোলনে গত মঙ্গলবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেয় মন্ত্রণালয়। ড. শুচিতা শরমিনকে তার পূর্ববর্তী পদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক পদে পুনর্বহাল করা হয়। একই প্রজ্ঞাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব দেওয়া হয়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানের প্রশংসায় আজারবাইজান,তীব্র আপত্তি ভারতের May 16, 2025
img
দুর্ঘটনার কবলে মদ-ভর্তি প্রাইভেটকার, কাড়াকাড়ি করে নিয়ে গেল জনতা May 16, 2025
img
রিলিজ ক্লজ দিয়েই হুইসেনকে দলে ভেড়াচ্ছে রিয়াল May 16, 2025
img
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের May 16, 2025
img
২০ হাজার টাকা ভাড়ায় ভুয়া ওসি সেজে মির্জাপুরে গ্রেফতার May 16, 2025
img
জেট ফুয়েলের মূল্য হ্রাসে যাত্রী ভাড়া কমাতে বেবিচক চেয়ারম্যানের আহ্বান, সম্মত এয়ারলাইন্সগুলো May 16, 2025
img
মনোনয়নপত্র তোলা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৫ May 16, 2025
img
পিএসএলে দল পেয়ে যা বললেন সাকিব আল হাসান May 16, 2025
img
রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ‘বাস্তব সহযোগিতা’ বাড়াতে প্রস্তুত চীন May 16, 2025
img
রোহিতকে কোহলির চেয়ে এগিয়ে রাখলেন হার্শেল গিবস May 16, 2025