ভারত-পাকিস্তানকে খুশি করতে পেরেছেন, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটেছে এবং দুই দেশ বর্তমানে শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার গালফ অঞ্চলের সফরের অংশ হিসেবে কাতারে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে সেনাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘আমি উভয়পক্ষকেই বলেছি, যুদ্ধ নয়—এখন সময় বাণিজ্যে মনোযোগ দেওয়ার এবং তারা এতে খুশি হয়েছে।’

তিনি আরও জানান, মার্কিন কূটনৈতিক প্রচেষ্টার ফলে গত শনিবার (১০ মে ২০২৫) দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনার অবসান ঘটিয়েছে।

ট্রাম্প বলেন, “আমি উভয়পক্ষকেই বলেছি, যুদ্ধ নয়—এখন সময় বাণিজ্যে মনোযোগ দেওয়া এবং তারা এতে খুশি হয়েছে।”

তিনি দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতা অর্জনে সহায়ক হয়েছে।

উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। এরপর শুরু হয় পাল্টাপাল্টি হামলা, যা শেষ পর্যন্ত ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে থামে।


এসএস/টিএ

Share this news on: