শনিবার ফিরছে আইপিএলের বাকি অংশ

ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার জেরে হঠাৎ করেই স্থগিত হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে আটদিন পর সেই অনিশ্চয়তা কাটিয়ে আবার মাঠে ফিরছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটি। আগামীকাল শনিবার (১৭ মে) থেকে আবারও গড়াতে চলেছে আইপিএলের বাকি অংশ।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মধ্যকার ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে আসর। এটি হবে দিনের একমাত্র ম্যাচ। পয়েন্ট টেবিলে আরসিবি রয়েছে দ্বিতীয় স্থানে, আর কেকেআর আছে ছয় নম্বরে।

১৭ মে থেকে শুরু হয়ে আইপিএল চলবে ৩ জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে মোট ১৭টি ম্যাচ—এর মধ্যে রয়েছে গ্রুপ পর্বের বাকি ১৩টি ম্যাচ এবং প্লে-অফের চারটি (কোয়ালিফায়ার ১ ও ২, এলিমিনেটর এবং ফাইনাল)। গ্রুপ পর্বের ম্যাচগুলো ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে: দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, লখনৌ, জয়পুর এবং আহমেদাবাদ।

প্লে-অফ পর্বের ভেন্যুর বিষয়ে এখনও কিছু জানায়নি বিসিসিআই, তবে তারিখগুলো প্রকাশ করেছে। ২৯ মে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার, ৩০ মে এলিমিনেটর, ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ৩ জুন অনুষ্ঠিত হবে প্রতীক্ষিত ফাইনাল।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ভারত সরকার, সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি, নিরাপত্তা সংস্থা, প্রশাসন এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই পুনরায় টুর্নামেন্ট শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পাক-ভারত উত্তেজনায় দেশভক্তির গান গেয়ে ট্রলের শিকার চাহাত ফতেহ আলি খান May 17, 2025
img
উপদেষ্টার মাথায় বোতল ছুড়ে মারা সেই শিক্ষার্থীকে নিয়ে যা জানাল ডিএমপি May 17, 2025
img
ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত ৩ বিমানঘাঁটি, পাকিস্তানের ব্যতিক্রমী স্বীকারোক্তি May 17, 2025
img
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা May 17, 2025
img
যে কারণে মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে নুরুল হক May 17, 2025
img
হুয়াওয়ের পণ্য ব্যবহারে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা May 17, 2025
img
পিএসএল খেলতে লাহোর পৌছেছেন সাকিব May 17, 2025
img
রেললাইনসংলগ্ন এলাকায় হাট স্থাপন না করার অনুরোধ May 17, 2025
img
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ May 17, 2025
img
সংবিধান হবে গণ মানুষের: মানজুর আল মতিন May 17, 2025