খারাপ করে করেও রিয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমটা দারুণ কাটিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। প্রথম দিকের ব্যর্থতা ঝেরে ফেলে মৌসুম শেষ হওয়ার আগেই তার নামের পাশে ৪০ গোল। কে বলবে রিয়াল মাদ্রিদ এমন মৌসুমেও কোনো ট্রফি জেতেনি!
হ্যাঁ, রিয়াল মাদ্রিদ এই মৌসুমে একটিও ট্রফি জেতেনি। অথচ দুটি ফাইনাল খেলেছে তারা। দুটিতেই হেরেছে চিরপ্রতিন্দ্বন্দী বার্সেলোনার কাছে। একটা পর্যায়ে লিগ লিডারও ছিলো কার্লো আনচেলত্তি শিষ্যরা। কিন্তু বার্সেলোনা শেষ পর্যন্ত ট্রফি উঁচিয়ে ধরেছে। ‘সম্পত্তি’ বানিয়ে ফেলা চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল বাদ গেছে কোয়ার্টার ফাইনাল খেলে।
এই মৌসুমের ব্যর্থতার কারণ খুঁজতে গেলে রিয়াল সবচেয়ে বড় সমস্যাটি পাবে রক্ষণভাগে। এডার মিলিতাও, ডেভিড আলাবা, দানি কার্ভাহালের মতো ডিফেন্ডারদের ইনজুরির কারণে সেভাবে পাওয়া যায়নি। কারভাহাল, মিলিতাও, টনি রুডিগার, ফারল্যান্ড মেন্ডি, আলাবা ও লুকাস ভাসকেজ এখনও ইনজুরিতে রয়েছেন।
চলতি মৌসুমের ধুকপুকানি আগামী মৌসুমেও বয়ে বেড়াতে চায় না রিয়াল। তাই রক্ষণভাগে শক্তি বৃদ্ধি করছে দলটি। লিভারপুল থেকে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ফ্রিতে আসার কথা তো রয়েছেই, বোর্নেমাউথ থেকেও এক ডিফেন্ডার কিনছে তারা।
বোর্নেমাউথের ওই ডিফেন্ডারের নাম ডিন হুইসেন। ২০ বছর বয়সি এই সেন্টারব্যাকের রিলিজ ক্লজ ৫০ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় পরিমাণ ৮১০ কোটি ৮৮ লাখ টাকা। তা পরিশোধ করেই হুইসেনকে দলে ভেড়াতে রাজি হয়েছে লস ব্লাঙ্কোসরা। সেখান থেকে হুইসেনের আগের দুই ক্লাব জুভেন্টাস ১০ ও মালাগা ৫ শতাংশ অর্থ পাবে। ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার হুইসেনের সঙ্গে রিয়ালের পাঁচ বছরের চুক্তি হতে পারে।
হুইসেন চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা সেন্টারব্যাক। জাতীয়তায় তিনি স্প্যানিশ, বেড়ে উঠেছেন স্পেনের কিংবদন্তি সার্জিও রামোসকে আদর্শ মেনে। তার স্বপ্নের ক্লাবের নামও রিয়াল মাদ্রিদ।
আরএম