তথ্য পাচারের অভিযোগ জাবি প্রশাসনের বিরুদ্ধে, তদন্তে কমিটি গঠন
মোজো ডেস্ক 11:41AM, May 17, 2025
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের তথ্য একটি ছাত্র সংগঠনের কাছে পাচার করার অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগটি অত্যন্ত গুরুতর এবং ইতোমধ্যে প্রশাসনের নজরে এসেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রশাসন শুক্রবার রাত ১০টায় জরুরি সভা আহ্বান করে এবং সেখানে তিন সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী আট কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমানকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. এমদাদুল ইসলাম এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন আইসিটি সেলের প্রোগ্রামার মো. রেজাউল আলম।