কোটি টাকার গাড়ি কিনলেন কৌশানী

বিগত কিছু সময় কৌশানী মুখোপাধ্যায়ের জন্য বেশ সুখকর। একের পর এক হিট ছবির মাধ্যমে অভিনেত্রীর ক্যারিয়ারের সফলতা এখন তুঙ্গে। 'আবার প্রলয়', 'বহুরূপী' ও 'কিলবিল সোসাইটি'র মতো ছবিতে কাজ করে তিনি সাফল্যের শীর্ষে পৌঁছেছেন।

এছাড়া, তার ছবির গানগুলো সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় হচ্ছে। তিনি এখন 'ডান্স বাংলা ডান্স' রিয়্যালিটি শোয়ের বিচারকও। এই সাফল্যগুলো উদযাপন করতে এবার নিজেকে বিশেষ উপহার দিলেন কৌশানী।

সম্প্রতি নতুন একটি গাড়ি কিনেছেন কৌশানী। বাবাকে নিয়ে নতুন অতিথি বাড়িতে আনতে গিয়েছিলেন তিনি। পাশাপাশি কেক কেটে উদযাপনও করেছেন অভিনেত্রী। কালো রঙের বিলাসবহুল মার্সিডিজ গাড়ি কিনেছেন। যার দাম প্রায় কোটি টাকার কাছাকাছি।

সোশ্যাল মিডিয়ায় নিজেই গাড়ির সেই ছবি-ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। তারকা থেকে শুরু করে অনুরাগীরাও কমেন্ট বক্সে শুভেচ্ছা-ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

কৌশানীর বয়ফ্রেন্ড- অভিনেতা বনি সেনগুপ্ত লিখেছেন, ‘ডার্লিং আমি তোমার জন্য গর্বিত। আরও অনেক সাফল্য আসবে। এভাবেই চালিয়ে যাও।’

ক্যারিয়ারে বনি প্রায় কৌশানীর সমসাময়িক। তবু সাফল্যর নিরিখে তিনি একটু পিছিয়েই আছেন। এদিকে অনেকেই নেটমাধ্যমে ট্রোল করা শুরু করেছে অভিনেতাকে। তাদের বক্তব্য, বনি নাকি হিংসা করন কৌশানীকে।

যদিও অভিনেতার দাবি, তিনি কখনোই কৌশানীকে হিংসা করেন না। বরং প্রেমিকার সাফল্যে নিজেও উদযাপন করেন।

প্রসঙ্গত, টলিপাড়ার চেনা মুখ কৌশানী মুখোপাধ্যায়। ২০১৫ সালে রাজ চক্রবর্তীর 'পারব না আমি ছাড়তে তোকে' ছবির মাধ্যমে টলিউডে অভিষেক করেন নায়িকা। এরপর 'কেলোর কীর্তি', 'তোমাকে চাই', 'হইচই আনলিমিটেড', 'জানবাজ', 'শুভ বিজয়া', 'প্রজাপতি'-র মতো একগুচ্ছ ছবিতে কাজ করেছেন তিনি।

তবে নতুনভাবে সাফল্য আসতে শুরু করে রাজ চক্রবর্তী পরিচালিত 'আবার প্রলয়' সিরিজে মোহিনী মায়ের চরিত্রে অভিনয় করার পর থেকে।

বিনোদন জগৎ ছাড়াও আরও একটি পরিচিতি আছে তার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল- কগ্রেসের হয়ে কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও জয়ের মুখ দেখেননি। 

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে ভারতের নতুন প্রকল্প May 17, 2025
img
বুমরাহকে ঘিরে ভিন্নমত গাভাস্কার-শাস্ত্রীর May 17, 2025
জাহাজসহ ১০ হাজার কোটি টাকার সম্পদ জব্দ দুদকের May 17, 2025
img
দীপিকার বদলে শাহরুখকন্যা সুহানার মা রানি মুখার্জি! May 17, 2025
‘ভয়াবহ চাপে ভারতে আশ্রিত আ.লীগ নেতারা!’ May 17, 2025
হযরত ফাতেমা (রাঃ) এর জীবনের সত্য কাহিনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন May 17, 2025
img
বতসোয়ানায় মিলল বিশ্বের সবচেয়ে দামি হীরার খনি! May 17, 2025
ক্রিকেটার সাকিবকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা May 17, 2025
img
সাম্য হত্যা মামলায় গ্রেফতার তিনজন ৬ দিনের রিমান্ডে May 17, 2025
হজের দেশে ভিক্ষাবৃত্তি, ফেরত গেলো ৫ হাজার পাকিস্তানি May 17, 2025