গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের প্রাণঘাতি অভিযানের প্রাথমিক পর্যায়ের ঘোষণার পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শনিবার (১৭ মে) গাজায় স্থায়ী ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।


আজ শনিবার (১৭ মে) বাগদাদ থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বাগদাদে আরব লীগ শীর্ষ সম্মেলনে সমবেত নেতাদের উদ্দেশ্যে গুতেরেস বলেছেন, ‘আমাদের এখন প্রয়োজন একটি স্থায়ী যুদ্ধবিরতি।’

তিনি বলেছেন, ‘ইসরায়েলের স্থল অভিযান এবং আরো অনেক কিছু সম্প্রসারণের পরিকল্পনার খবরে আমি গভীর উদ্বিগ্ন।

এসএম/এসএন




Share this news on: