দখল আর দূষণে অস্তিত্ব হারাতে বসেছিল মাদারীপুরের ডাসার উপজেলার মাইজপাড়া খালটি। সেই খাল উদ্ধারে নেমেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় থেকে কাজীবাকাই ইউনিয়ন পরিষদ ভবন পর্যন্ত খালটির প্রায় ৬ কিলোমিটার পুনরুদ্ধার, পরিচ্ছন্নতা কার্যক্রম ও দখলমুক্ত করে প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফ-উল আরেফীন, অফিস সহকারী মো. মাঈনুল ইসলাম, ডাসার থানা পুলিশ ও আনসার সদস্যরা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, খালটি দখল করে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের নিজেদের ব্যবহারের জন্য রাস্তা নির্মাণ করেছিলেন। এতে করে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যায়।
ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, মাদারীপুর জেলা প্রশাসনের দিক নির্দেশনায় মাইজপাড়া খালটি পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এফপি/এ্সএন