২৩ লাখ টাকায় বিক্রি হলো কুকুর-হরিণের মতো দেখতে ‘বিরল’ ছাগল

শরীরে হরিণের মতো ডোরা কাটা দাগ, কিন্তু দেখলে মনে হয় যেন কুকুর। তবে আসলে এটি ছাগল। এমনই এক বিরল ছাগল সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহতে বিক্রি হয়েছে ৭০ হাজার দিরহামে। যা বাংলাদেশি অর্থে ২৩ লাখ টাকার সমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, এই ছাগলটি নিলামে তোলা হয়েছে। যেটি নিয়ে অনেক বিট করছেন।

শনিবার (১৭ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এক সপ্তাহ আগে শুক্রবার এক নিলামে ছাগলটি তোলা হয়। ২৩ লাখ টাকায় যে ছাগলটি বিক্রি হয়েছে এটি সালালি জাতের। এটির উৎপত্তি ওমানের সালালাতে। তবে ছাগলটি আরব আমিরাত এবং গালফ অঞ্চলে বেশ জনপ্রিয়। এই ছাগলগুলো তাদের স্বতন্ত্র বৈশিষ্টের জন্য জনপ্রিয়। এগুলো সুষম দেহের অধিকারী, এ জাতের ছাগলের কানগুলো ছোট এবং খাড়া, সুন্দর লোমে আবৃত, ছোট লেজ এবং শরীরে বৃত্তাকার নকশা থাকে। যা ছাগলগুলোর উচ্চমূল্যতে ভূমিকা রেখেছে।

সংযুক্ত আরব আমিরাতের অনেকেই বিরল প্রাণী সংরক্ষণ করেন। তাদের মধ্যেই একজন ৭০ হাজার দিরহামে এটি কিনেছেন।

এসএম/এসএন

Share this news on: