তামিলনাড়ুর মাহুতদের জন্য তৈরি হলো দেশের প্রথম আলাদা গ্রাম। এই উদ্যোগের শুরু সেই সময়, যখন ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ ২০২৩ সালে তথ্যচিত্র অস্কার জিতে নেয়।
তথ্যচিত্রে বোম্মান ও বেলি নামের দুই মাহুতের জীবন এবং একটি ছোট হাতি রঘুর সঙ্গে তাদের সম্পর্ক তুলে ধরা হয়েছিল। অস্কার জয়ের পর তাঁরা মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করে মাহুতদের জন্য ঘরের দাবি জানান।
শেষমেশ সেই দাবি পূরণ করল তামিলনাড়ু সরকার।
মুদুগুলু টাইগার রিজার্ভ এলাকায় তৈরি হয়েছে এই নতুন গ্রাম। ১৩ মে মুখ্যমন্ত্রীর হাতে এর উদ্বোধন হয়। দেশের মধ্যে প্রথম মাহুতদের জন্য তৈরি হওয়া গ্রামটিতে রয়েছে ৪৪ টি ঘর।। পুরো প্রকল্পে খরচ হয়েছে ৫ কোটি ৬০ লক্ষ টাকা।
তামিলনাড়ু বনবিভাগের তত্ত্বাবধানে তৈরি এই গ্রামে শুধু মাহুতরাই বসবাস করবেন। ভারতে এই প্রথম এমন সাধু উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সকলে। সমাজের এক গুরুত্বপূর্ণ পেশাজীবী গোষ্ঠীর জন্য এ এক ঐতিহাসিক পদক্ষেপ বলেই মনে করছেন সবাই।
আরআর