সারা বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করছে : অমিত শাহ

সারা বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করছে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের ভেতরে ১০০ কিলোমিটার পর্যন্ত অভিযান চালিয়ে জবাব দিয়েছে।

এমনকি ‘অপারেশন সিন্দুর’ নামে চালানো এই অভিযানে প্রায় ১০০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

শনিবার (১৭ মে) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের গান্ধীনগরের কোলাভাডা গ্রামে এক জনসভায় বক্তব্য রাখেন অমিত শাহ। সেখানেই তিনি এসব কথা বলেন।

অমিত শাহ দাবি করেন, “পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনী কেবল তাদের ঘাঁটিই গুঁড়িয়ে দেয়নি, বরং ১৫টি সামরিক স্থাপনাও ধ্বংস করেছে, যার ফলে পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা জবাব দেওয়ার ক্ষমতাও কমে গেছে।”

তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃঢ় সিদ্ধান্ত ও সাহসিকতায় সারা বিশ্ব এখন ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতার প্রশংসা করছে।

অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী মোদি দেশের নারীদের সম্মান জানিয়ে এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশন সিন্দুর’। এই অপারেশন মূলত পহেলগামের হামলার জবাব। গত ২২ এপ্রিল পেহেলগামে নিরীহ ২৬ জন ভারতীয় নাগরিককে নির্মমভাবে হত্যা করে বন্দুকধারীরা।

অমিত শাহ বলেন, “আজ ভারতের বার্তা স্পষ্ট — আমাদের নাগরিকদের লক্ষ্যবস্তু করলে আমরা দ্বিগুণ শক্তিতে জবাব দেবো।”

তিনি দাবি করেন, পাকিস্তানের পাল্টা হামলার সময় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই কার্যকর ছিল যে, কোনও ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভারতীয় ভূখণ্ডে আঘাত করতে পারেনি।

অমিত শাহ আরও দাবি করেন, মোদি সরকার আসার আগে পাকিস্তান থেকে বারবার সন্ত্রাসীরা এসে হামলা চালাত, মানুষ হত্যা করত, অথচ ভারতের পক্ষ থেকে কোনও জবাব দেওয়া হতো না। কিন্তু এখন দৃশ্যপট বদলেছে।

তিনি দাবি করেন, মোদির শাসনকালে উরি, পুলওয়ামা এবং সর্বশেষ পহেলগামের মতো বড় সন্ত্রাসী হামলার জবাবে ভারত ‘কড়া সামরিক প্রতিক্রিয়া’ দেখিয়েছে, যা বিশ্বজুড়ে আলোচিত হয়েছে এবং পাকিস্তানের কাছে তা ‘আতঙ্কের কারণ’ হয়ে দাঁড়িয়েছে।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
রোকেয়া-ইভা, দু’জনকেই লাগবে কাবিলার May 18, 2025
img
ইংল্যান্ডে ৯৬ বলে ১৫২ রানের চোখধাঁধানো ইনিংস সাব্বিরের May 18, 2025
img
আদালত থেকে রহস্যজনকভাবে উধাও আসামি May 18, 2025
সমালোচনার সময় নবীজি যা করতেন | ইসলামিক জ্ঞান May 18, 2025
শাকিবের সঙ্গে সাবিলা, যা বললেন অপু বিশ্বাস May 18, 2025
ব্রুকলিন ব্রিজে মেক্সিকান জাহাজের ধাক্কা, প্রাণ গেল ২ জনের May 18, 2025
সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি দেখছেন না জামায়াতের নায়েবে আমির May 18, 2025
img
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আদালতে তোলা হবে সোমবার May 18, 2025
img
হামলা বন্ধে চাপ বাড়ছে নেতানিয়াহুর ওপর May 18, 2025
img
আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণে নতুন নীতিমালা জারি May 18, 2025
দেশ ছাড়ার সিদ্ধান্ত জানালেন সালমান মুক্তাদির May 18, 2025
img
নুসরাতকে এভাবে গ্রেফতার পুরো বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে :এনসিপি নেতা May 18, 2025
img
প্রতিভা আর অদম্য মনোবল ছাড়া পেছনে কেউ ছিল না: হুমা কোরেশি May 18, 2025
তিন আসামীর খালাসে ক্ষুব্ধ আছিয়ার মা May 18, 2025
img
যখনই পাকিস্তানে আসি, উপভোগ করি: সাকিব May 18, 2025
img
তখন অন্যরকম একটা অবস্থা ছিল, আমাদের সবার: জয়া May 18, 2025
img
পর্দার শেখ হাসিনা থাইল্যান্ড পালাচ্ছিলেন! May 18, 2025
‘১০ মাস গড়ায় গেল, এখনও মায়ের পেটের বাচ্চা হইল না’ May 18, 2025
img
টানা দ্বিতীয়বারের মতো বুন্দেসলিগার টপ স্কোরার কেইন May 18, 2025
img
নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বাড়বে: আমির খসরু May 18, 2025