‘মিস্টার ইন্ডিয়া’র গোপন ইতিহাস: অমিতাভ বচ্চনের ভয়েস থেকেই তৈরি হয়েছিল কনসেপ্ট

ভারতীয় সিনেমার ইতিহাসে ‘মিস্টার ইন্ডিয়া’ (১৯৮৭) একটি মাইলফলক। সুপারহিরো ঘরানায় বলিউডে এটাই ছিল অন্যতম প্রথম সফল প্রয়াস, যেখানে এক সাধারণ মানুষ এক বৈজ্ঞানিক যন্ত্রের সাহায্যে অদৃশ্য হয়ে সমাজবিরোধীদের বিরুদ্ধে লড়াই করে। অনিল কাপুরের অদ্ভুত রসিকতা, শ্রীদেবীর রোমহর্ষক উপস্থিতি এবং মোগাম্বো চরিত্রে অমরীশ পুরীর অমর অভিনয়—সব মিলিয়ে ছবিটি রূপকথার মতো সফলতা পায়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ পেল এমন এক চমকপ্রদ তথ্য, যা জানলে বলিউডপ্রেমীদের চোখ কপালে উঠবে—এই চরিত্রটির মূল ভাবনা কিন্তু প্রথমে ঘুরপাক খাচ্ছিল অমিতাভ বচ্চনের চারপাশে!

সাক্ষাৎকারে ছবির অন্যতম চিত্রনাট্যকার জাভেদ আখতার জানান, ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির ধারণাটি তাঁর মাথায় এসেছিল এক আশ্চর্য পরিস্থিতিতে। প্রমোদ চক্রবর্তী নামক এক নির্মাতা একটি ছবির পরিকল্পনা করছিলেন, যেখানে অমিতাভ বচ্চন মূল চরিত্রে থাকার কথা ছিল। ছবির কাজ তেমন একটা এগোয়নি, কিন্তু মহরতের সময় ইউরোপে থাকা অমিতাভের কণ্ঠস্বর রেকর্ড করে প্লেব্যাক করা হয়। আর সেই মুহূর্তেই জাভেদের মনে এক অভিনব ধারণার জন্ম নেয়।

তিনি বলেন, “অমিতাভের কণ্ঠস্বর এতটাই শক্তিশালী এবং অনন্য, যে তাঁকে না দেখিয়েও শুধু সেই ভয়েসেই একটা চরিত্র তৈরি করা যেতে পারে। সেখান থেকেই মাথায় আসে—অদৃশ্য কোনো চরিত্র, যার ভয়েসই তাঁর উপস্থিতির একমাত্র পরিচায়ক। এভাবেই ‘মিস্টার ইন্ডিয়া’র জন্ম।”

জাভেদ আখতার তখন সেলিম খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করতেন। কিন্তু এই সময়ই তাঁদের মধ্যে সৃজনশীল বিচ্ছেদ ঘটে। অন্যদিকে বনি কাপুর ছবির চিত্রনাট্য অধিগ্রহণ করেন এবং সিদ্ধান্ত নেন অনিল কাপুর ও শ্রীদেবীকে নিয়ে ছবিটি নির্মাণ করবেন। সেই সিদ্ধান্তেই অমিতাভকে ছবিতে নেওয়ার পরিকল্পনার সমাপ্তি ঘটে।

কল্পনা করুন, অদৃশ্য ‘মিস্টার ইন্ডিয়া’ যদি কথা বলতেন অমিতাভ বচ্চনের গম্ভীর, ব্যারিটোন কণ্ঠে—পুরো অভিজ্ঞতাটাই হতো সম্পূর্ণ আলাদা। তাঁর ভয়েসই হয়ে উঠতে পারত ছবির অন্যতম আকর্ষণ।

তবে যাকে বলে ‘everything happens for a reason’—পরবর্তীকালে ‘মিস্টার ইন্ডিয়া’ ঠিক যেমনটা তৈরি হয়েছিল, তাতেই সিনেমা ইতিহাসে অনন্য হয়ে ওঠে। শিশুশিল্পীদের দারুণ উপস্থিতি, অনিল-শ্রীদেবীর রসায়ন এবং অদৃশ্য হিরোর প্রযুক্তিনির্ভর দুর্ধর্ষ অভিযান দর্শক হৃদয়ে জায়গা করে নেয়। মোগাম্বোর ডায়লগ “মোগাম্বো খুশ হুয়া!” আজও সমান জনপ্রিয়।

এই ঐতিহাসিক তথ্যের মাধ্যমে পরিষ্কার—একজন শিল্পীর গলার স্বরও হয়ে উঠতে পারে কাহিনিচিত্রের অনুপ্রেরণা। অমিতাভ হয়তো ছিলেন না ‘মিস্টার ইন্ডিয়া’র স্ক্রিনে, কিন্তু তাঁর ব্যারিটোন ভয়েস থেকেই যে এই কাল্ট ক্লাসিকের বীজ বোনা হয়েছিল, তা নিঃসন্দেহে চমকপ্রদ।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন অলি আহমদ May 18, 2025
বিমানবন্দর থেকে আটক নুসরাত ফারিয়া May 18, 2025
img
অভিযানে যাওয়ার পথে পুলিশের ওপর হামলয় আহত ওসি May 18, 2025
img
আমি একজন উন্নয়নকর্মী : মিথিলা May 18, 2025
img
দর্শকরা ধারণাও করতে পারবেন না ‘তাণ্ডব’-এ কী রয়েছে : রায়হান রাফী May 18, 2025
img
সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র May 18, 2025
img
অশ্লীলতার অভিযোগে উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে আইনি নোটিশ May 18, 2025
img
ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ চলছে May 18, 2025
img
সমকামিতা-ট্রান্সজেন্ডার প্রমোটে আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে : সারজিস May 18, 2025
এক বছরে কমলো ধনী ব্রিটিশদের সংখ্যা May 18, 2025
img
এই মুহূর্তে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই : বিজয় May 18, 2025
রিজিক বৃদ্ধির সেরা আমল | ইসলামিক টিপস May 18, 2025
img
স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা May 18, 2025
img
বাংলাদেশিদের সহজ শর্তে ভিসা দিচ্ছে কুয়েত May 18, 2025
কোহলির মাধ্যমিক শ্রেণির রেজাল্ট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন এই কিংবদন্তি? May 18, 2025
img
মুদ্রা ছাপাতে কেন ভারতের উপর নির্ভর করতে হয়েছিল পাকিস্তানকে? May 18, 2025
ইমন চারের থেকে ছয় মারতে বেশি পছন্দ করে: মিঠুন May 18, 2025
তামিম ভাইয়ের পর আমার সেঞ্চুরি, খুব ভালো লাগছে ; পারভেজ হোসেন ইমন May 18, 2025
টেস্ট থেকে সদ্য অবসর নেয়া বিরাট কোহলি কত টাকার মালিক May 18, 2025
পাক যুদ্ধের পর এবার মহাকাশেও ব্যর্থ ভারত, মাঝপথেই ধ্বংস রকেট May 18, 2025